Thursday, July 3, 2025

সমালোচনা অতীত! জি ২০ সম্মেলনের আগে কেন্দ্রের ‘বিদেশ নীতি’কে সমর্থন মনমোহনের 

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ মনমোহন সিং (Manmohan Singh)। জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন বর্তমান প্রধানমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukriane Russia War) বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন। তবে শুধু প্রশংসাই নয়, একই সঙ্গে দেশীয় রাজনীতির স্বার্থে বিদেশ নীতিকে ব্যবহার না করার বিষয়েও মোদিকে সতর্ক করেছেন তিনি। তবে যিনি নোট বাতিল (Demonetization) থেকে শুরু করে কৃষি আইন সহ একাধিক ইস্যুতে আগে মোদি সরকারের (Modi Govt) সমালোচনা করেছেন এবার তাঁর মুখেই শোনা গেল জয়গান। বিরোধীদের মতে, জি ২০ সম্মেলনে ডাক পেয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ মনমোহন।

তবে মনমোহন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ নীতি। দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা জরুরি বলেই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভারতের জি ২০ সভাপতিত্ব নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় ভারতর জি২০ সভাপতিত্বের সুযোগ পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্বনেতারা আসছেন, তার সাক্ষী হচ্ছি আমি। তিনি আরও বলেন, বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু অবশ্যই হওয়া উচিত। তবে দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে, কূটনীতি এবং বিদেশ নীতি ব্যবহার করার ক্ষেত্রে সংযম থাকা সমান গুরুত্বপূর্ণ।

এখানেই শেষ নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন আরও জানান, বিশ্বের যে কোনও দুটি শক্তি যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন অন্যান্য দেশগুলির সামনে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক সেই সময় কে কার পক্ষ নেবে, ঠিক করাটা খুব কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারত যেভাবে নিরপেক্ষ থেকেছে, এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার পাশাপাশি শান্তির পক্ষে বার্তা দিয়েছে, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মত মনমোহনের।

 

 

 

 

 

 

spot_img

Related articles

ছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ: নির্দেশ হাই কোর্টের

রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের (College-University) ইউনিয়ন রুম (Union Room) বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই মর্মে নোটিস...

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা...

কসবাকাণ্ডে কেস ডায়েরি তলব, কলেজকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের, পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে কেস ডায়েরি তলব করল...

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ 

রাজ্যের সব সরকার পোষিত কলেজে (Govt College)পরিচালন সমিতির মেয়াদ বাড়ল ৬ মাস পর্যন্ত। উচ্চশিক্ষা দফতরের (Department of Higher...