Wednesday, May 7, 2025

সমালোচনা অতীত! জি ২০ সম্মেলনের আগে কেন্দ্রের ‘বিদেশ নীতি’কে সমর্থন মনমোহনের 

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ মনমোহন সিং (Manmohan Singh)। জি২০ শীর্ষ সম্মেলনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থন পেলেন বর্তমান প্রধানমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukriane Russia War) বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করেন। তবে শুধু প্রশংসাই নয়, একই সঙ্গে দেশীয় রাজনীতির স্বার্থে বিদেশ নীতিকে ব্যবহার না করার বিষয়েও মোদিকে সতর্ক করেছেন তিনি। তবে যিনি নোট বাতিল (Demonetization) থেকে শুরু করে কৃষি আইন সহ একাধিক ইস্যুতে আগে মোদি সরকারের (Modi Govt) সমালোচনা করেছেন এবার তাঁর মুখেই শোনা গেল জয়গান। বিরোধীদের মতে, জি ২০ সম্মেলনে ডাক পেয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ মনমোহন।

তবে মনমোহন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ নীতি। দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা জরুরি বলেই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ভারতের জি ২০ সভাপতিত্ব নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমার জীবদ্দশায় ভারতর জি২০ সভাপতিত্বের সুযোগ পেয়েছে বলে আমি খুবই আনন্দিত। জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্বনেতারা আসছেন, তার সাক্ষী হচ্ছি আমি। তিনি আরও বলেন, বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু অবশ্যই হওয়া উচিত। তবে দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে, কূটনীতি এবং বিদেশ নীতি ব্যবহার করার ক্ষেত্রে সংযম থাকা সমান গুরুত্বপূর্ণ।

এখানেই শেষ নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন আরও জানান, বিশ্বের যে কোনও দুটি শক্তি যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন অন্যান্য দেশগুলির সামনে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। আর ঠিক সেই সময় কে কার পক্ষ নেবে, ঠিক করাটা খুব কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারত যেভাবে নিরপেক্ষ থেকেছে, এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুন্ন রাখার পাশাপাশি শান্তির পক্ষে বার্তা দিয়েছে, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত বলেই মত মনমোহনের।

 

 

 

 

 

 

spot_img

Related articles

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...