Thursday, July 3, 2025

অমিতাভ বচ্চনের পর এবার সচিনকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের

Date:

Share post:

অমিতাভ বচ্চনের পর এবার সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ সম্মান দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের পর এবার গোল্ডেন টিকিট তুলে দেওয়া হল  সচিন তেন্ডুলকরকে। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। আগামী অক্টোবর মাসে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। আর এরই মধ‍্যে অমিতাভ বচ্চনের পর সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন এই নিয়ে বিসিসিআইয়ের তরফ একটি ছবি পোস্ট করে লেখা হয়, “ক্রিকেট এবং জাতির জন্য একটি অনন্য মুহূর্ত! আমাদের বিশেষ অতিথিদের  জন্য গোল্ডেন টিকিট অংশ হিসেবে, এদিন বিসিসিআই সচিব জয় শাহ ভারতরত্ন শ্রী সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট তুলে দিলেন। ক্রিকেটের শ্রেষ্ঠত্ব এবং জাতীয় গর্বের প্রতীক, সচিন তেন্ডুলকারের ক্রিকেটিয় যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে।”

আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য গোল্ডেন টিকিট তৈরি করেছে বিসিসিআই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের দেওয়া হবে এই টিকিট। এই টিকিট থাকলে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন। বিগ বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন জয় শাহ। দ্বিতীয় টিকিটটি পেলেন সচিন। শুক্রবার সকালে সচিনের বাড়িতে যান জয়। তাঁর হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেয় বিসিসিআই। এই টিকিট অবশ্য সাধারণ ক্রীড়াপ্রেমীরা পাবেন না। শুধু বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের জন্যই এই টিকিট তৈরি করেছে বিসিসিআই। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে এভাবেই বিশিষ্টদের আমন্ত্রণ জানাচ্ছেন বোর্ড কর্তারা। আগামী ৫ অক্টেবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ।

আরও পড়ুন:রবিবার সুপার ফোরে ভারত-পাক ম‍্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, বিশেষ ব‍্যবস্থা এসিসি-র

 

 

 

 

spot_img

Related articles

ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

২০২৪-২৫ অর্থবর্ষে ধান উৎপাদনে (paddy production) সর্বকালের রেকর্ড গড়ল বাংলা । কৃষি দফতরের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট...

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার! শান্তনুর রেজিস্ট্রেশন ৩ বছরের জন্য সাসপেন্ড রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার। শান্তনু সেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত শান্তনুর রেজিস্ট্রেশন...

বাংলাদেশের আইন-শৃঙ্খলা তলানিতে! একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে খুন

বাংলাদেশের (Bangladesh) আইন-শৃঙ্খলা (Law and Order) একেবারে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস(Mohammed Yunus) কী করছেন?...

ধোনি, কোহলির তালিকায় এবার শুভমন গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের বেশিরভাগ ব্যাটাররা ব্যর্থ হলে, সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের রাশ ধরেন শুভমন গিল...