Saturday, January 10, 2026

দ.লিত বলেই আমন্ত্রিত নন! জি-২০’র নৈশভোজে খাড়গেকে না ডাকায় বি.স্ফোরক কংগ্রেস

Date:

Share post:

জি ২০ সম্মেলনের (G20) ঠিক প্রাক্কালে শনিবারই নৈশভোজের (Dinner) আয়োজন করেছেন রাষ্ট্রপতি (President)। দিল্লির প্রগতি ময়দান কমপ্লেক্সের ‘ভারত মন্ডপমে’ হাজির হবেন আমন্ত্রিতরা। আর সেখানেই আমন্ত্রণ পেলেন না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তবে কেন আমন্ত্রণ পেলেন না মল্লিকার্জুন? তামিলনাড়ুর কংগ্রেস নেতা মোহন কুমারমঙ্গলের (Mohan Kumarmangal) অভিযোগ, শুধুমাত্র দলিত হওয়ার কারণেই আমন্ত্রণ পাননি খাড়গে।

জানা গিয়েছে, শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে, তাতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীরা আমন্ত্রণ পেলেও, আমন্ত্রণ পাননি মল্লিকার্জুন খাড়গে। এমনটাই দাবি করা হয়েছে খাড়গের অফিসের তরফে। তবে কংগ্রেস নেতার অফিসের তরফে জানানো হয়েছে, জি-২০ নৈশভোজে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলের সভাপতি। তবে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা আমন্ত্রণ পেলেও খাড়গেকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আর এমন প্রশ্ন ওঠার পরই কার্যত চাপে পড়ে কেন্দ্রের সাফাই, শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের সব দফতরের মন্ত্রী, শীর্ষস্তরের আমলা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের। সেই সঙ্গে ওই নৈশভোজে আমন্ত্রিত ৫০০ জন শিল্পপতি। সেই তালিকায় রাজনৈতিক নেতাদের কোনও ঠাঁই নেই।

তবে, বিদেশি নেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে উল্লেখ করা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকার দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। মোদি বিরোধী জোটের নাম ‘ ইন্ডিয়া’ হওয়ায়, সরকারের এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিরোধীরা।

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...