Tuesday, December 30, 2025

ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ, খেতাব জিতে নজির গড়লেন আমেরিকান টেনিস তারকা

Date:

Share post:

মহিলা সিঙ্গেলসে ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন কোকো গফ। ফাইনালে তিনি হারালেন বিশ্বের এক নম্বর ও মহিলা সিঙ্গেলসের দু’নম্বর টেনিস খেলোয়াড় এরিনা সাবালেঙ্কাকে। প্রথম সেটে হেরে যাওয়ার পরও দুরন্ত কামব‍্যাক করেন গফ। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ৬-২। ইউএস চ‍্যাম্পিয়ন হয়ে নজির গড়েন গফ। সেরেনা উইলিয়ামসের পর তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় যার হাতে এই খেতাব উঠল। এর সঙ্গে সঙ্গে নিজের কেরিয়ারের প্রথম ইউএস ওপেনের ট্রফিও জিতে নিলেন এই আমেরিকান। শুধু তাই নয়, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন গফ।

ম্যাচের শুরুটা অবশ্য একদম ভালো হয়নি কোকোর জন্য। নিজের আধিপত্য দেখিয়ে মাত্র ৪০ মিনিটে প্রথম সেটে এগিয়ে যান বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা। ফলে প্রথম সেটে হেরে বেশ চাপে পড়ে যান কোকো। তবে দ্বিতীয় সেটে ক‍ামব‍্যাক করেন তিনি। দ্বিতীয় সেটে গফকে আর দ্বিতীয় সেটে আর তাঁকে থামাতে পারেননি সাবালেঙ্কা। ৬-৩ জিতে সমতা ফেরান আমেরিকার কিশোরী। তৃতীয় সেটের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান গফ। যত সময় গড়াচ্ছিল তত ডানা মেলছিলেন তিনি। শেষমেশ তৃতীয় সেট জিতে প্রথম ইউএস চ‍্যাম্পিয়ন গফ।

এই জয়ের পর বাবার কথাই উঠে এল গফের মুখে। তিনি বলেন,” বাবাই প্রথম ব্যক্তি যাঁকে আমি প্রথম দেখেছিলাম। এই প্রথম বাবাকে কাঁদতে দেখলাম। ফরাসি ওপেন ফাইনালে হারের পর বাবা বলেছিল, আমি কাঁদিনি। আজ আমি বাবাকে কাঁদতে দেখেছি। জল দেখেছি মায়ের চোখেও। এই মুহূর্তটা কোনও দিন ভুলতে পারব না।এই মানুষটা আমাকে প্রথম দিন থেকে সমর্থন করেছে। সব সময় সমর্থন করেছে। অনেকে চেষ্টা করেছিলেন, বাবার সঙ্গে আমার দূরত্ব তৈরি করার। তাঁরা বলেছিলেন, বাবার নাকি গ্যালারির বক্সে থাকার দরকার নেই। আমাকে কোচিং করানোর দরকার নেই। তাঁরা আসলে বড্ড কম জানেন। সে জন্যই আজ আমি চ্যাম্পিয়ন হতে পারলাম।”

আরও পড়ুন:আজ পাক ম‍্যাচে ঈশান না রাহুল? কাকে ভরসা করবেন ভারত অধিনায়ক?

 

 

 

 

spot_img

Related articles

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...