লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কলকাতায় এসেছেন ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা। তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলাশাসক। জেলাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখা হয়। ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও আলোচনা হয় বৈঠকে।

ওই বৈঠকে কমিশনের রাজ্যের দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হোটেলে এই বিশেষ জরুরি বৈঠকে বসেন তাঁরা। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন,” আগামি লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে এসেছেন কমিশনের প্রতিনিধি দল। জেলাশাসকরা উপস্থিত রয়েছেন এই বৈঠকে।”


১ নভেম্বর যে খসড়া তালিকা প্রকাশ পাবে এবং আগামী ৫ জানুয়ারি ২০২৪ সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তা নিয়ে যেন কোনও অভিযোগ না ওঠে, তা নিয়ে সম্পূর্ণ সজাগ থাকার নির্দেশ দিয়েছে কমিশন।
