Monday, November 10, 2025

ভাটনগর পুরস্কার প্রাপকের তালিকায় চার বঙ্গসন্তান, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি। ভাটনগর পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন, রসায়নে আইআইটি বম্বের দেবব্রত মাইতি, চিকিৎসায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির দীপ্যমান গাঙ্গুলি, পদার্থবিদ্যায় পুরস্কার পেয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অনিন্দ্য দাস এবং মুম্বই টিআইএফআরের বাসুদেব দাশগুপ্ত। এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) প্রতিবছর দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা ক্ষেত্রে কৃতিত্বের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং শারীরিক বিজ্ঞান-সহ সাতটি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা তথা পরিচালক শান্তি স্বরূপ ভাটনগরের নামে। সিএসআইআর-এর তরফে জানানো হয়েছে, ২০২২ সালের জন্য এবছর ১২ জন বিজ্ঞানীকে ভাটনগর পুরস্কার দেওয়া হচ্ছে।

এই পুরস্কার পাওয়ার যোগ্য ৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত কোনও ভারতীয় নাগরিকরা। পুরস্কারের মধ্যে থাকে একটি প্রশংসাপত্র, একটি ফলক এবং নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার। একইসঙ্গে প্রাপকরা ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে ১৫হাজার টাকা করে পান। ভাটনগর পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,”ইমিউনোলজিস্ট, IICB-র চিকিৎসক দীপ্যমান গাঙ্গুলিকে অভিনন্দন। কোভিড গবেষণা সম্পর্কিত তাঁর কাজের জন্য মর্যাদাপূর্ণ ভাটনগর পুরস্কার পেয়েছেন তিনি। ভাটনগর পুরষ্কার স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে বেশ কয়েক বছর পর বাংলার বিজ্ঞানীদের হাতে এসেছে।”

আরও পড়ুন- রাজ্যে বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ! মঙ্গলেই স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...