Sunday, November 16, 2025

মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: ইডিকে মৌখিক নির্দেশ বিচারপতির

Date:

Share post:

কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে। সোমবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মোদি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court) যেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মঙ্গলবার হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানান অভিষেক। মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, ইডিকে মৌখিক নির্দেশ দেন বিচারপতি।

I.N.D.I.A. জোটের সমন্বয় কমিটির বৈঠকের প্রথমদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। আদালতের দ্বারস্থ হন অভিষেক। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন ছিল, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন কোনও পদক্ষেপ না করে ইডি। আদালত এই নির্দেশ দিক। শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে মৌখিক নির্দেশ দেন, রায়দান না হওয়া পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করা হয়। ওই মৌখিক আশ্বাসই অভিষেকের রক্ষাকবচ।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিল নিয়ে রাজভবনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

মঙ্গলবার অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি হাই কোর্টের শুনানিতে বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার ইডি আমার মক্কেলকে তলব করেছে ইডি। বুধবারই INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক। নিজেদের মুখ বাঁচাতে ইডির আইনজীবী সাফাই দেন, তলব মানে কড়া পদক্ষেপ নয়। কিছু প্রশ্ন রয়েছে তাই ডাকা।

ইসিআইআর খারিজের মূল মামলায় অভিষেক এবং ইডির বক্তব্য নতুন করে পেশ করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর।

 

INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করেন অভিষেক। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, (বিজেপির) রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষকে তলব। মমতার কথায়, গণতন্ত্রের একটি সীমা আছে, এরা মানে না। এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, অভিষেককে সব সময় অকারণে হেনস্থা করা হয়। ওঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে।

 

 

 

spot_img

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...