Saturday, August 23, 2025

“বিজেপি-NDA-র ভিত নড়ে গিয়েছে”! এক্স হ্যান্ডেলে INDIA-র ক্ষমতা মনে করালেন অভিষেক

Date:

Share post:

বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) ডাকে হাজিরা দিতে সকাল সকাল সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের (Interrogation) পর বুক ফুলিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই সাংবাদিক সম্মেলন করে বিজেপি তথা এনডিকে একহাত নেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। আর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মধ্যরাতে নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র কটাক্ষ করেন বাংলার যুবরাজ। তিনি লেখেন, ‘বিজেপি (BJP) ভয় পেয়েছে, এনডিএ (NDA) ভয় পেয়েছে। নড়বড়ে টাইটানের মতো ভয় তাদের ভিত নড়বড়ে করে দিয়েছে। এটাই ইন্ডিয়ার (INDIA) ক্ষমতা’।

এদিন এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্যে afRAID ও scarED শব্দে জোর দিয়েছেন অভিষেক। সেই বার্তা দেখলেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও তল্লাশি এই দুই শব্দে জোর দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিন অভিষেক বারবার তাঁর বার্তায় বলতে চান, বিজেপি ও এনডিএ মানেই ভয়। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিকে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। এদিন সকাল থেকে দীর্ঘক্ষণ তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। তবে প্রতিবারের মতো এবারেও জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নেন অভিষেক।

ইডিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন,’ আগে বলেছিলাম জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, আজ বলছি মাইনাস ২, শুধু শুধু সময় নষ্ট। যাঁরা ইডি-তে কাজ করছেন, তাঁদের কোনও দোষ দেখি না, তাঁরা তাঁদের কর্তব্য পালন করছেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধে গিয়েই করতে হয়। তাঁদের কারও উপর আমার রাগ নেই। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। জানি ভোট এলে আবার ডাকবে। আবার ২ মাস পরে ডাকবে। তখন মাইনাস ৪ হবে।’

 

 

 

 

 

 

spot_img

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...