Sunday, January 11, 2026

হি.ন্দুধর্মের সঙ্গে সম্পর্কিত ‘ঐতিহাসিক’ বস্তুগুলিকে দ্রুত হস্তান্তর! ASI কে নির্দেশ আদালতের

Date:

Share post:

জ্ঞানব্যাপী মসজিদে (Gyanvapi Mosque) হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্কিত যে ঐতিহাসিক বস্তুগুলি পাওয়া গিয়েছে তা দ্রুত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Archeological Survey of India)  বিশেষজ্ঞ দলকে জেলাশাসকের কাছে হস্তান্তরের নির্দেশ দিল বারাণসী জেলা আদালত (Varanasi District Court)। বৃহস্পতিবার জেলা আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, জেলাশাসক বা তাঁর মনোনীত কোনও ব্যক্তিকে ওই ঐতিহাসিক বস্তুগুলিকে রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি প্রয়োজন হয় পরে সেগুলি আদালতের হাতে তুলে দিতে হবে জেলাশাসককে (District Magistrate)।

বুধবার বারাণসী জেলা আদালত সাফ জানিয়ে দেয়, জ্ঞানবাপীর সমীক্ষাস্থল থেকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বা হিন্দু ধর্ম ও উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত বা ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক যে বস্তু এবং উপকরণগুলি পাওয়া গিয়েছে, তা জেলাশাসকের কাছে হস্তান্তর করা হবে। জেলাশাসক বা তাঁর দ্বারা মনোনীত কোনও আধিকারিককে ওই জিনিসগুলিকে সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত যখনই চাইবে, তখনই সেগুলি উপস্থাপন করতে হবে। এদিকে আদালতের অনুমোদন পাওয়ার পর বারাণসীর জ্ঞানবাপী মসজিদে গত ৪ অগস্ট থেকে বৈজ্ঞানিক সমীক্ষা চালাচ্ছে এএসআই আধিকারিকরা। আর সেই সমীক্ষা চালিয়েই আদালতকে বেশ কিছু পুরাতাত্ত্বিক নমুনা পাওয়ার কথাও জানিয়েছে এএসআই।

তবে হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের দাবি, বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদটি কোনও প্রাচীন হিন্দু মন্দির প্রাঙ্গনে তৈরি করা হয়েছিল। বারাণসীর কয়েকজন হিন্দু মহিলা সেই মসজিদ প্রাঙ্গনে পূজার দাবি করে মামলা দায়ের করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টে সেই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ জানায় মসজিদ কর্তৃপক্ষ। সেই মামলার শুনানির ঠিক আগেই এমন নির্দেশ দিল বারাণসী জেলা আদালত।

 

 

 

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...