Sunday, May 18, 2025

সৌরভের বায়োপিকে সচিন! কী বললেন মাস্টার ব্লাস্টার?

Date:

Share post:

অবশেষে গতি পেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) বায়োপিক। সৌরভের ব্যস্ততা এবং বায়োপিকের দায়িত্বে থাকা লভ প্রোডাকশন হাউজের কিছুটা অন্য সিনেমার কারণে ধীরগতিতে চলছিল সৌরভের বায়োপিক তৈরির কাজ। তবে এবার আর ধীর নয়, কারণ ‘মহারাজের’ বায়পিকের কাজে গতি আনতে এ বার ময়দানে নামলেন ‘মাস্টারব্লাস্টার’। ভাবছেন সৌরভের বায়োপিকে সচিনের (Sachin Tendulkar) ভূমিকা কী! তাই তো?

সৌরভের বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘মহারাজের’ জীবনের বিভিন্ন গল্প বা মুহূর্ত অডিও রেকর্ড করে নেওয়া হচ্ছে। সৌরভ নিজে একাধিকবার তাঁর জীবনের জানা-অজানা সব গল্প শুনিয়েছেন নির্মাতাদের। এবার সৌরভের সতীর্থদের কাছ থেকে গল্প শোনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ভিভিএস লক্ষ্মণ, হরভজন, সেওয়াগরা ‘দাদা’-কে নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং মুহূর্ত শেয়ার করেছেন। সৌরভের বায়োপিকের নির্মাতা লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দেশের বিভিন্ন প্রান্ত ঘোরাঘুরি করে সৌরভের বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। মহারাজের পরিবারের সদস্যদের থেকেও সৌরভ সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। সেইমতো সৌরভের ক্রিকেট জীবনের সবচেয়ে কাছের বন্ধু তথা ওপেনিং পার্টনার সচিনের থেকে যাবতীয় তথ্য এবং স্পেশাল স্পেশ্যাল মুহূর্তগুলোও এবার রেকর্ড করা হল।

সচিনের বাড়িতে পৌঁছে যান দুই প্রযোজক এবং সিনেমার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সৌরভ-সচিনের বন্ধু সঞ্জয় দাস। স্কুল জীবনে বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে সচিন, সৌরভ এবং সঞ্জয় দাস একসঙ্গে একাধিক ম্যাচ খেলেছেন। সেই সঞ্জয় দাস সৌরভের বায়োপিক তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন। সিনেমার চুক্তি হওয়া থেকে শুরু করে রিল লাইফে সৌরভ কে হবেন তা নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও সৌরভের বায়োপিক সংক্রান্ত খবরের প্রশ্নে সংবাদমাধ্যমের কাছে ‘ চুপ’ থেকেছেন সঞ্জয় দাস ।তবে, এটা সত্যি সচিনের সঙ্গে কথা বলতেই ওর বাড়িতে আসা। সৌরভের বায়োপিক সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে। অনেক রাত পর্যন্ত রেকর্ডিং হয়েছে। পুরো বিষয়টি অডিও রেকর্ড করা হয়েছে। যাতে ফাইনাল স্ক্রিপ্ট লেখার সময় কাজে লাগতে পারে। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি সৌরভের বন্ধু সঞ্জয় দাস।

spot_img

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...