Tuesday, November 4, 2025

লা লিগার সঙ্গে ঐতিহাসিক চুক্তি, বাংলায় হবে ফুটবল অ্যাকাডেমি

Date:

Share post:

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রী সফরসঙ্গী

বাংলার ফুটবলের ঐতিহাসিক দিন। বৃহস্পতিবার সন্ধেয় মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উপস্থিতিতে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে রাজ্য সরকারের বৈপ্লবিক চুক্তি স্বাক্ষর। কলকাতায় হবে লা লিগার ফুটবল অ্যাকাডেমি। এছাড়া বাংলার জেলায় জেলায় কাজ করবে তারা। ফুটবল কোচদের উন্নত-অত্যাধুনিক প্রশিক্ষণ দেবে। ফুটবলার তৈরি করবে। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পেনে শিল্প সফরের প্রথমদিনেই বাজিমাত মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবার প্রথমে বাণিজ্য বৈঠক। তারপর পাবলিশার্স গিল্ডের সঙ্গে বৈঠক। তবে দিনের অন্যতম আকর্ষণ ছিল লা লিগার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন বাংলার তিন প্রধান ফুটবল ক্লাবের কর্তারা।

আরও পড়ুন:  মাদ্রিদ বইমেলায় এবার কলকাতার স্টল, দুই শহরের ‘বই বন্ধুত্বের’ মউ স্বাক্ষর

মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) বলেন, জমি কোনও সমস্যা হবে না। যা চান তাই দেব। আমি চাই বাংলা থেকে মেসি-রোনাল্ডো তৈরি হোক। লা লিগার প্রেসিডেন্ট বলেন, আমি শুনেছি বাংলায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। সেখানে সব ফুটবল পাগল মানুষ। ফুটবল (Football) নিয়ে বিরাট উন্মাদনা। এবার তাই বাংলায় বড় আকারে আসছি আমরা।

বৈঠকের অন্যতম মধ্যমণি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli) বলেন, আমি যদিও সারাজীবন ক্রিকেট খেলেছি, তবে ভারত তথা বাংলা ফুটবলের দেশ। লা লিগার অ্যাকাডেমি বাংলায় হলে বাংলার ফুটবলের উন্নয়ন হবে। আমি চাইব, শুধু অ্যাকাডেমি গড়ে প্রশিক্ষণ দেওয়া নয়, তারা যেন কলকাতা লিগেও খেলে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দেবেশ পট্টনায়েক। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেও দেখান।এই বিষয়টি নিয়ে পরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মুখ্যমন্ত্রী।


বৈঠকের আগে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আলাদা করে তাঁদের সঙ্গে কথা বলেন। লা লিগার মূল বৈঠকের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তেভেজের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে বলাই যায়, লক্ষ্মীবারে সত্যিই লক্ষ্মীলাভ হল বাংলার ফুটবলের। এই সিদ্ধান্ত ঐতিহাসিক এবং বৈপ্লবিক।

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...