Wednesday, November 19, 2025

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষীদের বয়ান গ্রহণ! মণিপুর হিং.সা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের  

Date:

Share post:

ম্যাজিস্ট্রেটের (Magistrate) উপস্থিতিতে ২৭ টি মামলার সাক্ষীদের বয়ান নেওয়া হবে। শনিবার মণিপুর হিংসা (Manipur Case) সংক্রান্ত মামলায় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, সিবিআই ইতিমধ্যে ওই ২৭টি মামলার তদন্ত করছে। এবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, বিচার প্রক্রিয়া অসমে (Assam) হলেও বয়ান গ্রহণ ও অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই। পাশাপাশি মণিপুরে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর সেই রেকর্ডিং পাঠিয়ে দিতে হবে অসমের নির্দিষ্ট আদালতে।

উল্লেখ্য, অসমে বিচার প্রক্রিয়া স্থানান্তরিত করার সুপ্রিম নির্দেশের ব্যাখ্যা চেয়ে শীর্ষ আদালতে একটি চিঠি পাঠিয়েছিলেন মণিপুরের রেজিস্ট্রার জেনারেল। সেই চিঠি পাওয়ার পরই এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে সাক্ষীরা বর্তমানে যেখানে বসবাস করছেন, সেখানে গিয়েই তাঁদের বয়ান নেওয়া হবে। অন্যদিকে, যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করাও অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছে শীর্ষ আদালত।

তবে এর আগে মণিপুর হাইকোর্ট জানতে চায়, এই বয়ান গ্রহণের প্রক্রিয়া ভার্চুয়ালি হবে কী না। সেই পরিপ্রক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভার্চুয়ালি নয়, সামনে গিয়ে বয়ান নেওয়া হবে সাক্ষীদের।

 

 

 

 

 

 

spot_img

Related articles

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...

চুপসে গেল মোদির ‘আত্মনির্ভর ভারতে’র বেলুন: দেশের রফতানি কমল ১১ শতাংশের বেশি

সবকিছু ভারতেই তৈরি হবে। ভারতই হবে উৎপাদক। গোটা বিশ্ব হবে তার বাজার। এই লক্ষ্য স্থির করে আত্মনির্ভর ভারত-এর...

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতা প্রচারে ১৮ জানুয়ারিতে হাফ ম্যারাথন, ঘোষণা পুলিশ কমিশনার

কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ...

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...