Thursday, August 21, 2025

বিনা নিমন্ত্রণে সৌরভের বাড়িতে খেয়ে, এখন সৌরভকেই ”ধান্দাবাজ” বলছেন শুভেন্দু

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস: লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়! এইসবগুলি গুণ-ই ভীষণ ভালোভাবে রপ্ত করেছেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলায় লগ্নি আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের শুরু থেকে কাটি করছেন হিংসুটে শুভেন্দু। অতৃপ্ত আত্মার মতো কাল্পনিক সব সংলাপ রচনা করছেন মানসিক বিকারগ্রস্ত লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা। এতবড় স্পর্ধা, যে বাংলার গর্ব, বাঙালির ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত কুৎসিত ভাষায় কটাক্ষ করছেন দলবদলু। সৌরভকে ”ধান্দাবাজ” পর্যন্ত বলছেন তিনি। সৌরভের একটাই অন্যায়, তিনি মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সঙ্গে থেকে বাংলায় বিনিয়োগ আনার চেষ্টা করছেন। শুধু তাই নয়, নিজেও বিনিয়োগ করার ঘোষণা করেছেন সৌরভ। আর তাতেই গ্রাত্রদাহ শুভেন্দুর।

অথচ, গতবছর মিডিয়া ফুটেজ খেতে বিনা আমন্ত্রণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কব্জি ডুবিয়ে খেয়ে এসেছিলেন এই নির্লজ্জ্ শুভেন্দু। সেই সময় জানা গিয়েছিল, সৌরভের বেহালার বাড়িতে আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র অমিত শাহ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যাজ ধরে সটান সৌরভের বাড়িতে নৈশভোজে হাজির শুভেন্দু। যদিও বেহালার বীরেন রায় রোডের বাড়িতে বিনা আমন্ত্রণে আসা শুভেন্দুকে অতিথেওতায় বিন্দুমাত্র কার্পণ্য করেনি গাঙ্গুলি পরিবার। সেই সৌরভকে কিনা এখন ‘ধান্দাবাজ’ বলছেন শুভেন্দু।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর স্পেন সফরে গত শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে ইস্পাত কারখানা গড়ার কথা জানিয়েছেব, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলদের জমিতেই ইস্পাত কারখানা গড়বেন তিনি। কারখানার জন্য প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণাও করেছেন সৌরভ। আগামী ৬ মাসের মধ্যে কারখানা চালু হওয়ার কথা।

যখন বিদেশের বুকে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের কথা বলছেন এক কৃতী বাঙালি। বাংলার জন্য বিদেশি উদ্যোগপতিদের উৎসাহিত করে বিনিয়োগ আনার চেষ্টা করছেন, ঠিক তখনই বাংলার বিরোধী দলনেতা সৌরভকে নির্লজ্জভাবে ব্যক্তি আক্রমণ করছেন। এর চেয়ে আর দুর্ভাগ্য কী হতে পারে! গণেশ পুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু প্রকাশ্যে বলছেন, “সৌরভের সঙ্গে স্পেনের কি সম্পর্ক? বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি! এটা শিল্প নয়। ঢপের চপ। এরকম অনেক কিছু দেখেছি।” এখানেই শেষ নয়, সৌরভকে ‘ধান্দাবাজ’ বলতেও ছাড়েননি তিনি। অথচ, মাত্র একবছর আগে রাজনৈতিক ধান্দাবাজি করতে বিনা আমন্ত্রণে সৌরভের বাড়িতে গিয়েছিলেন রাজনৈতিকভাবে দেউলিয়া দলবদলু শুভেন্দু অধিকারী!

আরও পড়ুন:লোকালয়ে চিতার হানা! জ.খম ৩ নাবালক

 

 

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...