Sunday, November 9, 2025

বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের  হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ হেরমোসোর

Date:

Share post:

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিজেদের দাবি অনুযায়ী পরিবর্তন না এলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে এক সপ্তাহ আগে জানিয়ে দিয়েছিলেন মহিলা বিশ্বকাপ জেতা ৩৯ ফুটবলার। এর মধ্যেই নেশনস লিগের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন নারী দলের নতুন কোচ মোনৎসে তোমে।এদের মধ্যে বিবৃতিতে সই করা বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের ১৫ জনকেও দলে ডেকেছেন স্পেনের মহিলা ফুটবল দলের নতুন কোচ। অবশ্য এই ১৫ জনের মধ্যে নেই হেনি হেরমোসো। গত ২০ অগাস্ট ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের দিন পুরস্কার মঞ্চে তাঁর ঠোঁটে জোর করে চুমু দিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।এই অভিযোগ ওঠার পরেই বিতর্ক শুরু হয়।

সেই ঘটনার জেরেই স্পেনের মহিলা খেলোয়াড়েরা জাতীয় দল বয়কটের সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি ছিল, ফেডারেশনে আমূল পরিবর্তন আনতে হবে, কিন্তু সেটা হয়নি। ঘটনার জেরে ফিফা রুবিয়ালেসকে ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করে। পরে তিনি স্পেনের ফুটবল ফেডারেশনের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। এর মধ্যে আদালত রুবিয়ালেসকে নিজেকে ‘সংযত রাখা’র আদেশ দিয়েছেন। হেরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে পারবেন না তিনি, এমন আদেশও দেওয়া হয়।

এদিকে হেরমোসোকে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের দলে না রাখা নিয়ে কোচ মোনৎসে তোমে বলেছেন, ‘তাকে রক্ষা করতেই দলে রাখা হয়নি। এটাই তাকে রক্ষা করার সেরা উপায়।’ এই রক্ষা করার বিষয় নিয়ে অবশ্য এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন হেরমোসো।

স্পেনের তারকা মহিলা ফুটবলার লিখেছেন, ‘আমাকে কী থেকে রক্ষা করবে? কার থেকে রক্ষা করবে?’ এমন প্রশ্ন করার পাশাপাশি একটা অভিযোগও করেছেন ৩৩ বছর বয়সী ফুটবলার। তাঁর দাবি, ‘ফেডারেশন ভয় দেখাচ্ছে আর হুমকি দিচ্ছে।’ হেরমোসো টুইটারে লিখেছেন, ‘খেলোয়াড়েরা নিশ্চিত, এই যে আইনি ব্যবস্থা নেওয়া আর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখানো এবং হুমকি দেওয়াটা বিভাজন তৈরি করার একটা কৌশল।’

 

 

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...