Monday, August 25, 2025

বাংলা বদলে গিয়েছে, লগ্নি করুন: আহ্বান হর্ষ নেওটিয়া থেকে কমল মিত্তালদের

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: মাদ্রিদের পর বার্সেলোনা। মঙ্গলবার শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার শিল্পমুখী পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করলেন হর্ষ নেওটিয়া-সহ শিল্পপতিরা। সবার মুখে বদলে যাওয়া বাংলার কথা।

প্রথমেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের দিক থেকে দেশের মধ্যে অন্যতম সেরা বাংলা। এখন রাজ্যের পরিস্থিতি অনেক ইতিবাচক। ২১-২৩ নভেম্বর BGBS-এ আপনাদের উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি।

হর্ষ নেওটিয়া বলতে উঠে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, বাংলায় ব্যাপক অগ্রগতি হয়েছে। শিল্প করার জন্য আমাদের সরকারের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে। বিদ্যুতের সমস্যা নেই, যেটা কয়েক দশক আগেও ছিল। শ্রমিক সমস্যা একেবারেই নেই। বাংলার মানুষ অত্যন্ত দক্ষ। হর্ষ জানান, নেওটিয়া পরিবার গত ১২০ বছর ধরে বাংলায় থাকে, ব্যবসা করে। গত ১০-১২ ধরে ব্যাপক অগ্রগতি হয়েছে বাংলায়। ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। উৎপাদন ক্ষেত্রে প্রভূত অগ্রগতি হয়েছে। পরিবারের বড়দিদির মতই কাজ করে চলেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।

টিটাগড় ম্যানুফাকচারিং-এর উমেশ চৌধুরী বলেন, ২৫-২৬ বছর ধরে কাজ করছি বাংলায়। রেলের একাধিক ক্ষেত্রে আমাদের অনেক কাজ হয়েছে। বাংলায় একাধিক দেশের সীমান্ত রয়েছে। ফলে ব্যবসায়িক দিক থেকে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের কোনও সমস্যা নেই। সহযোগিতা চাইলেই সরকারের সাহায্য আপনার দরজায়।

কমল মিত্তাল বলেন, ৩৩ বছর ধরে স্পেনে আমরা রেলওয়ে স্লিপার তৈরি করছি। বাংলায় কারখানা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখে আমরা সেখানে শিল্প সম্প্রসারণ এবং নতুন কারখানা স্থাপন করব। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাংলায় শ্রমিক সমস্যা ছিল। এখন নেই। ১০-১২ বছরে প্রবল গতিতে এগিয়ে চলছে বাংলা। লগ্নিকারী হিসাবে বলব, সবাই বাংলায় আসুন। রাজ্যে নতুন লগ্নির ঘোষণাও এদিন করেন কমল মিত্তাল।

একই কথা বললেন উমেশ চৌধুরী, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজা। সব মিলিয়ে বার্সেলোনার শিল্প সম্মেলনে সকলের মুখে বদলে যাওযা বাংলার কথা। শিল্পবান্ধব নতুন বাংলার কথা।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...