Tuesday, November 4, 2025

সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Date:

Share post:

বিরোধীদের সমর্থনে লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (নারীশক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল) ফলে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথে দেশ একধাপ এগিয়ে গেল। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। রাজ্যসভায় তৃণমূলের বক্তা দোলা সেন, মৌসম বেনজির নুর এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

বুধবার লোকসভায় বিলটির আলোচনায় প্রথম বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী এবং শেষ বক্তা রাহুল গান্ধী। তাঁদের বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল করতে থাকে ট্রেজারি বেঞ্চ। এদিনের আলোচনায় জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল -সোনিয়া। দীর্ঘ আলোচনার পর বিলটি নিয়ে ভোটাভুটি হলে বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি এবং বিরুদ্ধে ২টি।

বিলটিকে সমর্থন জানিয়ে জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারত সরকারের ৯০ জন সচিব রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের। রাহুল গান্ধী বলেন, “একমাত্র জাতিগত জনগণনা হলেই দেশে ওবিসি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা জানা যাবে। সরকারকে আমার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিল পাস করানো হোক, যত দ্রুত সম্ভব জাতিগত জনগণনা করা হোক। যদি আপনারা না করেন, তাহলে আমরা করে দেব।”

এদিন সকাল ১১টা থেকে লোকসভায় আজ বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলতে চলতে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। তবে, ঠিক হয় ভোটাভুটি না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে।

আরও পড়ুন- স্পেনে বসেই সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী, শুনলেন প্রাথমিক রেকর্ডিং

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...