Sunday, August 24, 2025

শুরু হল পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব, দায়িত্বে আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞরা

Date:

Share post:

রাজ্যের নবগঠিত পঞ্চায়েতগুলিকে স্বাবলম্বী করে তুলতে নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব শুরু হল। এবার পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ পাচ্ছেন আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞদের কাছ থেকে। মোট পাঁচটি ধাপে বিভিন্ন স্তরের প্রায় তিন লক্ষের বেশি পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবারই জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতিদের চার দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চার দিনের ওই কর্মসূচিতে ২০ টি জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিরা অংশ নেন। এর পরবর্তী পর্যায়ে খড়্গপুর আইআইটি-র সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ অ্যান্ড সাস্টেনেবল টেকনোলজি শাখার তরফে তিন দিনের প্রশিক্ষণ শিবির করা হবে।তাতে পঞ্চায়েত সমিতির মোট ৩৪৫ জন সভাপতি অংশ নেবেন। পরবর্তী ধাপে পঞ্চায়েত প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৩-’২৪ অর্থবর্ষে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৬৬১ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, সরকারি প্রকল্পের সুবিধা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, পঞ্চায়েতস্তরে উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা তৈরি, নিজস্ব সম্পদ সৃষ্টি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাজের মধ্যে সমন্বয় সাধন, অফিস ম্যানেজমেন্ট এবং গ্রামীণ উন্নয়নের কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, তার জন্যই এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- ‘মুম্বই পৌঁছাতে রাত হয়েছিল তাই জলসায় যেতে পারিনি’, জয়াকে প্রণাম করে বললেন অভিষেক

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...