Friday, November 14, 2025

মোদিরাজ্যে ফের দ.লিত বঞ্চনা! ডিলারের থেকে রেশন নিতে অস্বীকার গ্রামবাসীদের

Date:

Share post:

মুখেই শুধু ‘দলিত প্রীতি’ (Dalit)। আর বাস্তবে কেন্দ্রের মোদি সরকারের দলিতদের প্রতি বঞ্চনার অভিযোগ ফের সামনে এল। এবারের ঘটনাস্থল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাটে (Gujrat)। এবার দলিত পরিচালিত ডিলারের থেকে রেশন নেওয়া পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। গুজরাটের পাটন জেলার ওই রেশন দোকান থেকে সাধারণ মানুষকে রেশন নিতে একেবারেই বারণ করে দিয়েছেন জেলা কালেক্টর (District Collector)। ইতিমধ্যে ৪৩৬ রেশন কার্ড হোল্ডারদের কার্ডও ফিরিয়ে দিয়েছেন তিনি। জেলা কালেক্টর সাফ জানিয়েছেন, দলিত ডিলারের (Ration Dealer) দোকান থেকে কোনওভাবেই সাধারণ মানুষ রেশন তুলবেন না, তার পরিবর্তে পাশের গ্রাম এদলা থেকে প্রয়োজনীয় রেশন তুলতে হবে।

জানা গিয়েছে, পাটন (Paton) জেলার কানোসান গ্রামের বেশিরভাগ কার্ড হোল্ডারই ঠাকুর সম্প্রদায়ের মানুষ। আর উচ্চবর্ণের মানুষ হয়েও তাঁরা কেন একজন দলিত ডিলারের থেকে রেশন নেবেন তা নিয়েই ওঠে প্রশ্ন। এরপরই তাঁদের দাবিকে মান্যতা দিয়ে বড় সিদ্ধান্ত নেয় সেখানকার জেলা প্রশাসন। এদিকে প্রশাসনের তরফে ইতিমধ্যে স্থানীয় ২৬৮ জন বাসিন্দার বক্তব্য রেকর্ড করেছে। আর সেই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে, এদের মধ্যে ২৬০ জন কার্ড হোল্ডার পাশের গ্রাম থেকে রেশন নেওয়ার পক্ষেই সম্মতি জানিয়েছেন। অন্যদিকে, মাত্র ৮ জন দলিত ডিলারের থেকে রেশন নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

তবে জেলা কালেক্টেরের সাফাই, ওই রেশন দোকান থেকে এলাকার মানুষ রেশন নিতে অস্বীকার করছেন। পাশাপাশি ধীরে ধীরে রেশন বিতরণের হার তলানিতে ঠেকেছে। সেকারণেই নাকি ওই রেশন দোকান থেকে রেশন নিতে বারণ করেছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি সরকারের দলিতদের প্রতি এমন আচরণকে কিছুতেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়িয়েছে গুজরাটের ওই জেলায়।

 

 

 

 

spot_img

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...