Monday, January 12, 2026

সপ্তাহান্তে রেশন দোকানে অভিযান চালাবে খাদ্যদফতর !

Date:

Share post:

রেশন দোকানে (Ration Shop) অব্যবস্থার অভিযোগ খতিয়ে দেখতে এবার দুদিনের বিশেষ উপভোক্তা সম্পর্ক অভিযান (Special consumer relations campaign)শুরু করবে রাজ্য খাদ্য দফতর। আধিকারিকদের সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও (Rathin Ghosh)রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। আগামী শনি ও রবিবার ডিলারদের সঙ্গেও কথা হবে। অন্যদিকে গ্রাহকদের জন্য খাদ্য দফতরের গৃহীত নানা পদক্ষেপ, তাঁদের প্রাপ্য খাদ্য সামগ্রীর পরিমাণ ইত্যাদি সম্পর্কে ধারণা তৈরিতে সাহায্য করা হবে বলেও মনে করা হচ্ছে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আধিকারিকরা রেশন দোকান থেকে প্রাপ্ত তথ্য দফতরের কাছে রিপোর্ট হিসাবে পেশ করবেন। এর গত বছর এপ্রিল ও নভেম্বর মাসে দুদিন এই কর্মসূচি চলেছিল এবং ভালো সাড়া মিলেছিল।

খাদ্য দফতরের একটি নির্দেশিকায় জানান হয়েছে যে, সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের সব আধিকারিক ও কর্মীকে শনি ও রবিবার জনসম্পর্ক অভিযানে অংশ নিতে হবে। নিজের এলাকা বা কাছাকাছি কোনও জায়গায় দু’দিনে অন্তত দু’টি দোকানে যেতে হবে। খাদ্য দফতরের কাছে পরিদর্শনের রিপোর্ট পেশ করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা তাঁদের সামাজিক মাধ্যমে আপলোড করতেও বলা হয়েছে। রেশন গ্রাহকদের কত পরিমাণ খাদ্যসামগ্রী প্রাপ্য সেটাও জানাতে হবে। নির্ধারিত পরিমাণ সামগ্রী তাঁরা পাচ্ছেন কি না এবং গুণগত মান কেমন, সেটা জানতে হবে গ্রাহকদের কাছ থেকে। রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের জন্যও পরামর্শ দিতে হবে। রেশন দোকানে আই স্ক্যানার, ওজন করার ইলেকট্রনিক যন্ত্র প্রভৃতি চালু হয়েছে। সে বিষয়েও গ্রাহকদের জানাতে বলা হয়েছে।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...