হড়পা বানের জেরে অজয় নদে মারাত্মক দুর্ঘটনা। অস্থায়ী সেতু ভেঙে জলে পড়ে গেল ডাম্পার। কোনমতে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি। স্থানীয়রা বলছেন শনিবার সকালে অজয় নদের (Ajay River)জলস্তর বাড়ায় পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সংযোগকারী সেতু আচমকাই ভেঙে যায়। সেই সময় নদী পার হচ্ছিল একটি ডাম্পার। মাঝ নদীতেই সেটি আটকে পড়ে।

আজ যখন হড়পা বান আসে সেই সময় ওই সেতুতে কাজ কয়েকজন নির্মাণ শ্রমিক । স্থানীয় সূত্রে জানা যায় নদীতে স্থায়ী ব্রিজ তৈরির কাজ চলছে । সেই কাজের জন্যই পাথর নিয়ে আসছিল ওই ডাম্পারটি। অর্ধেক খালি করার পরেই হঠাৎই হড়পা বান আসায় ভেসে যায় অস্থায়ী সেতু আর তাতেই এই দুর্ঘটনা ।