ভারত-কানাডা সম্পর্কের অবনতিতে বড় কো.প ব্যবসায়! ক্ষ.তি কার?

বর্তমান সময়ে ভারত এবং কানাডার সম্পর্কে (Indo Canada Relationship) যে ফাটল ধরা পড়েছে তাতে বড়সড় সমস্যায় পড়তে পারে দু’দেশের ব্যবসা। বণিকমহলে একটাই প্রশ্ন কূটনীতির এই জটিলতা বাণিজ্যে কতটা প্রভাব ফেলবে? দুই দেশের আমদানি এবং রফতানি ব্যাহত হলে খুব স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বাড়বে। সে ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি তার প্রভাব পড়বে।ভারত ও কানাডার মধ্যে শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (Edicational Institution) প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করেন। ২০২১ সালে এই পড়ুয়ার কানাডার অর্থনীতিতে ৪৯০ কোটি মার্কিন ডলারের অবদান রেখেছেন। ট্রুডোর দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যায় ভারতীয়রা সবার শীর্ষে রয়েছেন। কিন্তু এখন যা পরিস্থিতি দাড়াচ্ছে তাতে প্রাপ্য সুযোগ সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়ে তাঁরাও চিন্তিত।

ভারত এবং কানাডা একে অন্যের থেকে কোন কোন জিনিস আমদানি এবং রফতানি করে (Export Import Relationship between India Canada)? এদেশ থেকে ওষুধ, ফার্মা পণ্য, পোশাক, জৈব রাসায়নিক, লোহা, ইস্পাত, গয়না, বিভিন্ন পাথর এবং প্রকৌশলী সরঞ্জাম ওই দেশে যায়। পাল্টা কানাডার থেকে ভারত বিভিন্ন ডাল, লোহার স্ক্র্যাপ, খনিজ, নিউজ প্রিন্ট, কাঠের শয্যা, বিভিন্ন শিল্প রাসায়নিক দ্রব্য আমদানি করে। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে দ্বন্দ্ব না মিটলে স্বাভাবিকভাবেই এই পণ্যগুলির জোগান কমবে। কানাডায় বর্তমানে ৩০টি ভারতীয় কোম্পানির ব্যবসা রয়েছে। এই কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ৪০ হাজার ৪৪৬ কোটি টাকা। এই বিনিয়োগ আরও বাড়ার আশা করা হচ্ছিল। ICICI ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পেটিএম, জোমাটো, নাইকা, ডেলহিভেরি, উইপ্রো ইনফোসিসের মতো কোম্পানি এই তালিকায় ছিল। কিন্তু এখন প্রশ্ন এই টালমাটাল পরিস্থিতিতে কি আর নতুন করে ইনভেস্টমেন্ট হবে? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অবশ্য দাবি দুই দেশের বাণিজ্য নিয়ে কোন প্রতিযোগিতা নেই। কারণ অর্থনৈতিক দিক থেকে এত বড় লোকসান কানাডা কিছুতেই মেনে নিতে চাইবে না। যতক্ষণ না পর্যন্ত ভারত এইসব পণ্যের বিকল্প ব্যবস্থা করতে পারছে ততক্ষণ হয়তো ঝুঁকি নিতে রাজি হবে না নয়া দিল্লিও।

Previous articleঅজয় নদে হড়পা বান, সেতু ভে.ঙে মাঝ নদীতে ডাম্পার!
Next articleসাংসারিক অশা.ন্তির কারণে পরিণীতির বিয়েতে নেই প্রিয়াঙ্কা!