Friday, November 28, 2025

ডে.ঙ্গির বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ! সং.ক্রমণ বাড়তেই অধিকাংশ হুগলিকে ‘হটস্পট’ ঘোষণা রাজ্যের

Date:

Share post:

পুজোর (Pujo) মুখে রাজ্যে ডেঙ্গির (Dengue) প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। কলকাতার পাশপাশি মশাবাহিত রোগ থাবা বসাচ্ছে জেলাগুলিতে। শুধু শহরই নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে আয়ত্তে আসছে পরিস্থিতি। তবে রবিবার দক্ষিণ দমদম (South Dumdum) এলাকায় এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। এই নিয়ে শুধু দক্ষিণ দমদমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। সূত্রের খবর, মৃত মহিলার নাম রুনা বসাক (৫৩)। রুনা দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামনগরের বাসিন্দা। চলতি মাসের ১৪ তারিখে নাগেরবাজারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। ২১ শে সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। হাসপাতালের তরফে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। তবে রাজ্য সরকার ডেঙ্গি দমনে জোরকদমে প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের তরফে কমিটি গঠন করে গ্রাম থেকে শহর, পুরসভা এলাকা থেকে পঞ্চায়েত সর্বত্রই জোর নজরদারি চালানো হচ্ছে।

শহরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, গত বাম সরকারের পাপের ফল ভুগছে আমাদের শহর। কলকাতা পুরসভা ডেঙ্গি দমনে সর্বোতভাবে চেষ্টা করছে, একাধিক পদক্ষেপ করা হয়েছে। ফিরহাদ হাকিমের স্পষ্ট বার্তা, সকলকেই নোটিশ ধরানো হবে।

 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় ডেঙ্গি পরিস্থিতি কেমন?

হুগলি– হুগলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার পর হুগলিও চিহ্নিত হয়েছে ‘রেড জ়োনে’। শ্রীরামপুর, উত্তরপাড়া, বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলাকে ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা– দক্ষিণ ২৪ পরগণা জেলায় সাধারণ মানুষের মধ্যে না জেনেই নিষিদ্ধ ওষুধ খাওয়ার প্রবণতা বাড়ছে। যে কারণে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মালদহ- এই জেলাতেও ডেঙ্গি আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার কালিয়াচকের ১,২ এবং ৩ নম্বর ব্লক, রতুয়া ২ নম্বর ব্লকে ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি। পাশাপাশি, ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার বিভিন্ন এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

দার্জিলিং, কোচবিহার- এখানে ডেঙ্গির প্রকোপ কিছুটা কম।

মুর্শিদাবাদ- স্বাস্থ্য দফতরের একটি সূত্র জানাচ্ছে, গত তিন দিনের তুলনায় মুর্শিদাবাদে ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। নতুন করে আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। জেলার অন্যতম ডেঙ্গি ‘হটস্পট’ লালগোলা, ভগবানগোলা এবং সুতি ব্লকে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বলে জানা গিয়েছে।

তবে সময় যত গড়াচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগে অনেকটাই নিয়ন্ত্রণে ডেঙ্গি। ধীরে ধীরে সংক্রমণের মাত্রা বাড়ছে। মানুষকে বারবার সর্তক হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে গাইডলাইনসও। তা ঠিকমতো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...