বাংলার বঞ্চনার প্রতিবাদে দিল্লি গিয়ে ধর্নার কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইমতো নবজোয়ার কর্মসূচিতে বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের চিঠি লেখার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। সেইমতো ৫০ লক্ষ চিঠি পাঠিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এবার সেই চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্য গিরিরাজ সিংয়ের কাছে। বিষয়টি নিয়ে নিজের এক্স পোস্ট করেন অভিষেক। হ্যাশ ট্যাগ দেন #Justice।

মঙ্গলবার, এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। লিখেছে, “অন্যায়ের বিরুদ্ধে সরব বাংলার মানুষ। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ১৫ হাজার কোটি টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি। এর জেরে ক্ষতিগ্রস্তরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের অধিকার চেয়ে চিঠি লিখেছেন“। দলের ওই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন অভিষেক। লেখেন, “কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। আমাদের অধিকারের দাবিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্রে জনগণের ক্ষমতাই সর্বোচ্চ।


#Justice”

West Bengal stands united against central govt’s injustice, determined to claim what’s rightfully ours. People’s power reigns supreme in democracy. #Justice https://t.co/o6um5L8Enk
— Abhishek Banerjee (@abhishekaitc) September 26, 2023
১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বকেয়া টাকার দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লির বুকে ধর্না কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।

