Saturday, August 23, 2025

ডে.ঙ্গি রুখতে ‘স্মোক ফগার’ যন্ত্র কিনছে আলিপুর বডিগার্ড লাইন

Date:

Share post:

ক্রমশ বাড়ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মাঝে ডেঙ্গি রুখতে আরও সতর্ক পদক্ষেপ নিল লালবাজার।এবার আলিপুর বডিগার্ড লাইনে মশার লার্ভা মারার জন্য ‘স্মোক ফগার’ যন্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, পুলিশকর্মী ও আধিকারিক এবং তাঁদের পরিবারের লোকেরা যাতে ডেঙ্গি বা ম‌্যালেরিয়ায় আক্রান্ত না হন, সেইজন্য এখন থেকেই সতর্ক করা হয়েছে। যে জায়গাগুলিতে আগেও পুলিশকর্মী ও তাঁদের পরিবারের লোকেরা ডেঙ্গি এবং ম‌্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন, সেই জায়গাগুলি আগেভাগে পুলিশ শনাক্ত করেছে।

পুলিশের বক্তব্য, আলিপুর বডিগার্ড লাইনে যাতে মশার কামড়ে রোগ না ছাড়ায়, তার জন‌্য এখন থেকেই লালবাজার সতর্ক হয়েছে। কারণ এখানে রয়েছে পুলিশকর্তাদের অফিস, সশস্ত্র বাহিনীর বারাক ও পুলিশের আবাসন।এছাড়াও পুজোর আগে বিভিন্ন সময় এখানেই বৈঠক করবেন পুলিশকর্তারা। তাই ধোঁয়া ছড়িয়ে এই জায়গাটিতে মশা নিধনের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

এই ‘স্মোক ফগার’ যন্ত্র কোনার জন্য ৭০ হাজার টাকা খরচ হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্ত্রটি পেট্রোলে চললেও তার ভিতর রাসায়নিকের সঙ্গে মেশানো হবে ডিজেল। এক ঘণ্টায় ২৫ লিটার রাসায়নিক মিশ্রিত তেল ধোঁয়ার আকারে পুরো বডিগার্ড লাইনে ছড়ানো হবে।পুলিশের আশা, এতে মশার লার্ভা নিধন করে রোগ নিয়ন্ত্রণে আনা যাবে।

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...