Wednesday, January 14, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

Date:

Share post:

আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে ফিরছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ইতিমধ্যেই তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আগামিকাল অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে রোহিতদের সামনে। প্রথমবার কোনও ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে ভারতের সামনে। রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অজিদের হারালেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া। আর এই জয় বিশেষ করে বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে তাতে সন্দেহ নেই। যদিও এইসব নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। হোয়াইটওয়াশ করার লক্ষ‍্য নয় বরং জয়ের ধারা অব‍্যাহত রাখাই লক্ষ‍্য বলে জানান হিটম‍্যান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। এটা দলের কারও মাথাতেই নেই। এটা ঠিক যে, আমরা ম্যাচটা জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। তবে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমাদের নজর তাই প্রক্রিয়াটায় রয়েছে। বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিতে স্কোয়াডের খামতি ঢাকার ভালো সুযোগ থাকে। প্রথম ২টি ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, আরেকটা ম্যাচে প্রথমে ব্যাট করেছি। ২টি ম্যাচেই বড় রান করতে পেরেছি আমরা। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে ২টি ম্যাচেই। সুতরাং, ২টি ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি প্রচুর। তবে তৃতীয় ম্যাচে অনেকেই থাকবে না। নতুন কয়েকজন মাঠে নামবে। তাই এই ম্যাচ থেকে কী পেতে পারি, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বিশ্বকাপের আগে কয়েকটি বিষয় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচটিতে।”

এদিকে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় বার্তা দিলেন রোহিত। অশ্বিনের বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন হিটম‍্যাট। এই নিয়ে রোহিত বলেন,” হতে পারে অশ্বিন বেশ কিছুদিন একদিনের ম‍্যাচ খেলেনি, তবে ওর ক্লাস ও অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। দুটো ম্যাচে দারুণ বল করল। ওর হাতে অসাধারণ সব ভেরিয়েশন রয়েছে। যদি সুযোগ আসে, সেটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং, আমাদের ব্যাকআপ প্রস্তুত রয়েছে এবং এটা আমাদের জন্য ভালো বিষয়।”

আরও পড়ুন:লড়াই করেও হার, মহামেডানের কাছে ২-০ গোলে হারল DHFC

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...