Monday, November 10, 2025

অজিদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

Date:

Share post:

আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে ফিরছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ইতিমধ্যেই তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আগামিকাল অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে রোহিতদের সামনে। প্রথমবার কোনও ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে ভারতের সামনে। রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অজিদের হারালেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া। আর এই জয় বিশেষ করে বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে তাতে সন্দেহ নেই। যদিও এইসব নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। হোয়াইটওয়াশ করার লক্ষ‍্য নয় বরং জয়ের ধারা অব‍্যাহত রাখাই লক্ষ‍্য বলে জানান হিটম‍্যান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। এটা দলের কারও মাথাতেই নেই। এটা ঠিক যে, আমরা ম্যাচটা জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। তবে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমাদের নজর তাই প্রক্রিয়াটায় রয়েছে। বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিতে স্কোয়াডের খামতি ঢাকার ভালো সুযোগ থাকে। প্রথম ২টি ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, আরেকটা ম্যাচে প্রথমে ব্যাট করেছি। ২টি ম্যাচেই বড় রান করতে পেরেছি আমরা। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে ২টি ম্যাচেই। সুতরাং, ২টি ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি প্রচুর। তবে তৃতীয় ম্যাচে অনেকেই থাকবে না। নতুন কয়েকজন মাঠে নামবে। তাই এই ম্যাচ থেকে কী পেতে পারি, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বিশ্বকাপের আগে কয়েকটি বিষয় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচটিতে।”

এদিকে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় বার্তা দিলেন রোহিত। অশ্বিনের বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন হিটম‍্যাট। এই নিয়ে রোহিত বলেন,” হতে পারে অশ্বিন বেশ কিছুদিন একদিনের ম‍্যাচ খেলেনি, তবে ওর ক্লাস ও অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। দুটো ম্যাচে দারুণ বল করল। ওর হাতে অসাধারণ সব ভেরিয়েশন রয়েছে। যদি সুযোগ আসে, সেটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং, আমাদের ব্যাকআপ প্রস্তুত রয়েছে এবং এটা আমাদের জন্য ভালো বিষয়।”

আরও পড়ুন:লড়াই করেও হার, মহামেডানের কাছে ২-০ গোলে হারল DHFC

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...