Wednesday, January 14, 2026

দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ!

Date:

Share post:

দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ! শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২০-২৫ কোটি টাকা লুট করেছে দুষ্কৃতীরা। দিল্লিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। একটি গয়নার শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনার গয়না-সহ নগদ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। রাজধানীতে এই ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গপুরা এলাকার একটি শোরুমে এই ডাকাতি হয়েছে। শোরুমের মালিকের দাবি, নগদ এবং গয়না মিলিয়ে মোট ২৫ কোটি টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। প্রত্যেক সপ্তাহের মতো এই সোমবারও বন্ধ ছিল সব দোকান। আর সেই সুযোগেই লুটপাট চালায় ডাকাতরা।

লায় ডাকাতরা।শোরুম মালিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে শোরুম মালিক জানিয়েছেন, রবিবার দোকান বন্ধ করে গিয়েছিলেন। সোমবার পুরো বাজার বন্ধ থাকে, তাই শোরুমে যাননি। কিন্তু মঙ্গলবার সকালে শোরুম খুলেই দেখেন সব ওলটপালট হয়ে পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না গায়েব। নগদ টাকাও উধাও। এর পরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। সে দিকে তাকিয়ে আঁতকে ওঠেন শোরুমের মালিক। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এর পরই পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল ঘুরে দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পড়ে রয়েছে। শোরুমে রাখা হিরে এবং সোনার সব গয়না উধাও হয়ে গিয়েছে। নগদ টাকাও উধাও। এরপরই তাঁর চোখ পড়ে শোরুমের ছাদের দিকে। দেখেন শোরুমের ছাদের একাংশ কেটে ফেলা হয়েছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, শোরুমের শাটার খুললে কেউ টের পেয়ে যাবে এই আশঙ্কায় ছাদ কেটে ঢোকার পরিকল্পনা করেছিল ডাকাতরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...