গহন অরণ্যের রহস্য ‘জঙ্গলে মিতিন মাসি’র প্রথম গানে

চার বছর পর ফের পুজোয় মিতিন মাসির অ্যাডভেঞ্চার। আসছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত মিতিন মাসি ২ অর্থাৎ ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jangole Mitin Masi)। পোস্টার (Poster) লঞ্চের পরে এবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম গান পোস্ট করলেন স্বয়ং পরিচালক। শুভা মুদগলের কণ্ঠে “গহন উপবন” গানটিতে পুরো ছবির মেজাজটা ধরা পড়েছে।

সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) ‘সারান্ডায় শয়তান’ (Saranday Saytan) অবলম্বনে মিতিন মাসি সিরিজের দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। মূলত হাতি শিকার, পাচার এবং রক্ষা নিয়েই এই ছবি। ২০১৯-এ অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত প্রথম মিতিন মাসি এসেছিল পুজোর আগে। দক্ষ, সাহসী, বুদ্ধিমতী মিতিন মাসিকে দেবীপক্ষেই দর্শকদের সামনে আনতে চান পরিচালক। মিতিন মাসির ভূমিকায় রয়েছেন যথারীতি কোয়েল মল্লিক। বেশ কিছুদিন বিরতির পরে ফের বড় পর্দায় এই ছবির মধ্যে দিয়েই ফিরছেন কোয়েল।

আরও পড়ুন: PMLA মামলা: রিভিউ পিটিশনের শুনানিতে নয়া বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

অ্যাডভেঞ্চার-রহস্য যে ছবির মূল বিষয়বস্তু তাতে গানের তেমন গুরুত্ব থাকে না। তবে এই ছবিতে সংগীত যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তা প্রথম গান প্রকাশের পরেই বোঝা যাচ্ছে। একেবারেই ধ্রুপদী আঙ্গিকে গানটি গেয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী শুভা মুদগল। এই ধরনের গানে তিনি সব সময় সংগীত পরিচালকদের প্রথম পছন্দ। এবং এখানেও তাঁর গায়কি শ্রোতাদের মন কেড়েছে। জঙ্গল-অন্ধকার-লড়াই এইসব মিলিয়েই যেমন এই ছবির গল্প এগিয়েছে। গানেও রয়েছে তারই প্রতিফলন।

গানটি লিখেছেন সুতপা বসু। এই ছবির সংগীত পরিচালক বিক্রম ঘোষ। শুভার গানের সঙ্গে তালবাদ্যে সঙ্গতও করেছেন বিক্রম। গানের পিকচারাইজেশনের মধ্যে রয়েছে গল্পের রহস্যের ছাপ। সবমিলিয়ে “গহন উপবন” গানটি দর্শকদের ‘জঙ্গলে মিতিন মাসি’ দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিল।