Friday, November 28, 2025

কলকাতা লিগে আজ ফের মিনি ডার্বি, জয় লক্ষ‍্য মহামেডানের

Date:

Share post:

আজ ফের মিনি ডার্বি। কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া স্বাধীনতার পর তৃতীয় দল হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং।

আজ শুক্রবার কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে সাদা-কালো ব্রিগেডের সামনে মোহনবাগান। কলকাতা লিগের সুপার সিক্সে ফের এক মিনি ডার্বি। সবুজ-মেরুনের সামনে লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। গ্রুপ লিগে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে উঠেছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। অন্যদিকে, মহামেডান সুপার সিক্সে চারটি ম্যাচই জিতে খেতাবের খুব কাছে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৬ ম্যাচে মোট ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেভিড লাললানসাঙ্গারা। শুক্রবার মোহনবাগানকে হারালে খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবারের ধরাছোঁয়ার বাইরে গিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করবে মহামেডান। ড্র করলেও লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে সাদা-কালো ব্রিগেড। কারণ, গোল পার্থক্যেও এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বাকি এখনও তিনটি ম্যাচ। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে। ফলে গোল পার্থক্যও অনেকটা বাড়িয়ে নিয়েছে বিনো জর্জের দল। তাই ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই লিগ জিততে মরিয়া সাদা-কালো শিবির।

এই নিয়ে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, “আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের সামনে মোহনবাগান ম্যাচ জিতেই লিগ জিততে চাই।” অন‍্যদিকে মোহনবাগান কোচ বাস্তব রায় বলেছেন, “অঙ্কের বিচারে আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই ফুটবলারদের বলেছি, চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিতে।” মহামেডান জিতলে চ্যাম্পিয়নের ট্রফি পাবে লিগের বাকি সব ম্যাচ শেষ হলে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে পরপর সোনা জয় ভারতের

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...