Sunday, November 9, 2025

লাইভ শো চলাকালীন তুমুল হাতাহা.তি নেতাদের! র.ণক্ষেত্র পাক টিভি চ্যানেল  

Date:

Share post:

লাইভ টিভি শো-এর (Live TV Show) বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাকিস্তানের (Pakistan) দুই বিরোধী দলের নেতা। ভিডিও সম্প্রচার শুরু হতেই রাজনৈতিক মতানৈক্যের বিরোধ চরমে পৌঁছয়। কিন্তু, বাদানুবাদ বা বিতর্ক আর মৌখিক আলোচনায় থেমে থাকেনি, একেবারে তা হাতাহাতিতে পৌঁছে যায়। অনুষ্ঠান দেখে বিতর্ক নাকি বক্সিং শো (Boxing Show) বোঝা দায়। হাজার হাজার দর্শকের চোখের সামনেই চলতে থাকে সেই প্রদর্শনী। পাকিস্তানের দুই রাজনৈতিক নেতার এই লজ্জাজনক আচরণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ঘটনাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে পাকিস্তানের ‘দেউলিয়াপনা’।

সম্প্রতি পাকিস্তানে এক টিভি চ্যানেলে রাজনৈতিক বিতর্কে অংশ নিতে এসেছিলেন, নওয়াজ শরিফের দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন দলের নেতা তথা সেনেটর আফনান উল্লাহ খান। তাঁর অপরদিকে ছিলেন ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর নেতা শের আফজাল খান মারওয়াত। আর এই দুই নেতাকেই হাতাহাতিতে জড়াতে দেখা গেল। শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে বর্তমান প্রশাসন। এদিন শুরুতে পাশাপাশি বসেই দুই বিরোধী নেতার মধ্যে চলছিল রাজনৈতিক তর্ক-বিতর্ক। কিন্তু, শো একটু গড়াতে আচমকাই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েন আইনজীবী শের আফজল। তারপর নিজের বাঁ দিকে বসে থাকা আফনান উল্লাহকে কষিয়ে এক থাপ্পড় মেরে দেন তিনি।

তবে কম যাননি আফনান উল্লাহও। তিনি পালটা আক্রমণ করেন ইমরান খানের আইনজীবীকে। তবে বেশ কিছুক্ষণ ধরে দুজনের তুমুল হাতাহাতি আর অজস্র গালিগালাজ চলতে থাকে বলে অভিযোগ। তবে পরিস্থিতি বেগতিক বুঝে টিভি চ্যানেলের কর্মীরা দৌড়ে এসে সেই মারামারি সামাল দেন। কিন্তু, সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দী হয়ে যায়, এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হটকেকের মতো বিকোচ্ছে সেই ভিডিও। পরে, সেনেটর আফনান এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু তিনি নওয়াজ শরিফের সৈনিক। তাই টক শোতে মারওয়াত তাঁকে আক্রমণ করায়, তিনিও পাল্টা লড়াই ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে এই ভিডিয়ো। পাকিস্তানের টিভি চ্যানেলে কেন প্রায়শই রাজনৈতিক নেতাদের এই ধরনের দ্বন্দ্বে জড়াতে দেখা যায়, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। অনেকে আবার রসিকতা করে বলেছেন, এভাবেই টিভি বিতর্ক হওয়া উচিত।

 

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...