Monday, August 25, 2025

নৃ.শংস! পরকী.য়া সন্দেহে যোগীরাজ্যে মহিলার ভ.য়াবহ পরিণতি, ধৃ.ত স্বামী-ছেলে

Date:

Share post:

ফের চরম নৃশংসতার সাক্ষী যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবার পরকীয়া সন্দেহে নিজের বউয়ের মুণ্ডচ্ছেদ করে প্রমাণ লোপাটের জন্য আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামী ও নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের বান্দা জেলার ঘটনা সামনে আসতেই শিউরে উঠছে গোটা দেশ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ থেকে কিছুটা দূরেই পড়েছিল তাঁর কাটামুণ্ডু। পাশাপাশি বছর চল্লিশের মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তবে শুধু মহিলাকে খুন করেই ক্ষান্ত হননি অভিযুক্তরা। পুলিশ যাতে কোনওভাবেই ফিঙ্গারপ্রিন্ট খুঁজে না পায়, তার জন্য মহিলার হাতের চারটি আঙুল কেটে উড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী, মহিলার পরিচয় লুকোতে কেটে দেওয়া হয় মাথার চুল, উপড়ে ফেলা হয় তাঁর দাঁতও। তবে এতকিছু করেও লাভের লাভ কিছুই হয়নি। ইতিমধ্যে, নির্যাতিতার পরিচয় পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মায়া দেবী। তিনি মধ্যপ্রদেশের ছাতারপুরের বাসিন্দা রামকুমার আহিওয়ারের স্ত্রী। এদিকে প্রাথমিক তদন্তে নেমে পুলিশের অনুমান, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত মায়া দেবীর পরিবারই। পরে পুলিশি জেরায় নাকি নিজেদের অপরাধ স্বীকার করেছেন রামকুমার, তাঁর সূরজ প্রকাশ ও ব্রিজেশ এবং আত্মীয় উদয়ভান।

এদিকে রামকুমারের অভিযোগ, মায়া দেবী ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। দিনকয়েক আগেই তাঁর সন্দেহ হয়, এক ছেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মায়া। সেই সন্দেহের বশেই নিজের স্ত্রীকে খুন করেন অভিযুক্ত স্বামী রামকুমার। অভিযোগ, কুড়ুল দিয়ে মুণ্ডু উড়িয়ে দেওয়া হয় মায়া দেবীর। এরপরই প্রমাণ লোপাটের কারণে চারটে আঙুল কেটে দেওয়া হয় তাঁর। ইতিমধ্যে ওই কুড়ুল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। স্বামী, পুত্র সহ অভিযুক্ত মোট চারজনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি খুব দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করায় পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন এসপি।

 

 

 

 

spot_img

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...