Saturday, December 20, 2025

নৃ.শংস! পরকী.য়া সন্দেহে যোগীরাজ্যে মহিলার ভ.য়াবহ পরিণতি, ধৃ.ত স্বামী-ছেলে

Date:

Share post:

ফের চরম নৃশংসতার সাক্ষী যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবার পরকীয়া সন্দেহে নিজের বউয়ের মুণ্ডচ্ছেদ করে প্রমাণ লোপাটের জন্য আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামী ও নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের বান্দা জেলার ঘটনা সামনে আসতেই শিউরে উঠছে গোটা দেশ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ থেকে কিছুটা দূরেই পড়েছিল তাঁর কাটামুণ্ডু। পাশাপাশি বছর চল্লিশের মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তবে শুধু মহিলাকে খুন করেই ক্ষান্ত হননি অভিযুক্তরা। পুলিশ যাতে কোনওভাবেই ফিঙ্গারপ্রিন্ট খুঁজে না পায়, তার জন্য মহিলার হাতের চারটি আঙুল কেটে উড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী, মহিলার পরিচয় লুকোতে কেটে দেওয়া হয় মাথার চুল, উপড়ে ফেলা হয় তাঁর দাঁতও। তবে এতকিছু করেও লাভের লাভ কিছুই হয়নি। ইতিমধ্যে, নির্যাতিতার পরিচয় পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মায়া দেবী। তিনি মধ্যপ্রদেশের ছাতারপুরের বাসিন্দা রামকুমার আহিওয়ারের স্ত্রী। এদিকে প্রাথমিক তদন্তে নেমে পুলিশের অনুমান, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত মায়া দেবীর পরিবারই। পরে পুলিশি জেরায় নাকি নিজেদের অপরাধ স্বীকার করেছেন রামকুমার, তাঁর সূরজ প্রকাশ ও ব্রিজেশ এবং আত্মীয় উদয়ভান।

এদিকে রামকুমারের অভিযোগ, মায়া দেবী ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। দিনকয়েক আগেই তাঁর সন্দেহ হয়, এক ছেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মায়া। সেই সন্দেহের বশেই নিজের স্ত্রীকে খুন করেন অভিযুক্ত স্বামী রামকুমার। অভিযোগ, কুড়ুল দিয়ে মুণ্ডু উড়িয়ে দেওয়া হয় মায়া দেবীর। এরপরই প্রমাণ লোপাটের কারণে চারটে আঙুল কেটে দেওয়া হয় তাঁর। ইতিমধ্যে ওই কুড়ুল এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। স্বামী, পুত্র সহ অভিযুক্ত মোট চারজনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি খুব দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করায় পুলিশকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন এসপি।

 

 

 

 

spot_img

Related articles

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে...