Saturday, November 29, 2025

আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এ প্রথম জয় পায় ইস্টবেঙ্গল এফসি। শনিবার হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। ম‍্যাচে জোড়া গোল ক্লেটন সিলভার। এই জয়ে খুশি লাল-হলুদ কুয়াদ্রাত। তবে এই জয় পেলেও দলের ভুলভ্রান্তি চিন্তায় তিনি। কুয়াদ্রাতের মতে এখনও প্রতিযোগিতা সবে শুরু, এখনও প্রচুর বাকি রয়েছে। অনেক ভুলভ্রান্তি শোধরাতে হবে। না হলে প্রথম ছয়ের লড়াইয়ে নিজেদের রাখা যাবে না।

 

এই নিয়ে শনিবার ম‍্যাচের শেষে লাল-হলুদ কোচ বলেন,” আজ আমরা অনেক ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি। তবে ফুটবলে এমন হয়েই থাকে। ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। তবে এখন আর সে রকম খেললে চলবে না। ম্যাচ একশো মিনিট পর্যন্ত গড়ালেও আমাদের সেই একশো মিনিটই ফোকাসড থাকতে হবে।”

গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল ক্লেটনের। দ্বিতীয় গোলটি বিশ্বমানের। ক্লেটনের গোল নিয়ে কুয়াদ্রাত বলেন,” ক্লেটনকে বেঙ্গালুরু এফসি-তে প্রথম আমি এনেছিলাম। আমি ভাগ্যবান যে ওকে ইস্টবেঙ্গলে এসে আবার পেয়েছি। গত মরশুমে ও দলের জন্য কী করেছে, তা আমরা সকলেই জানি। ও শুরুটা যেভাবে করল, সেটাই দুর্দান্ত। আমার মনে হয় দল এখন ঠিক পথেই এগোচ্ছে এবং আমরা প্রতিপক্ষ হিসেবে ক্রমশ আরও কঠিন হয়ে উঠছি।”

এদিকে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক ক্লেটন বলেন,”অনেক দিন পরে গোল করতে পেরে খুবই ভাল লাগছে। এই জায়গায় আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে ও দলকে জেতাতে পেরে ভাল লাগছে।”

আরও পড়ুন:‘PR ভালো হলে…’ বিশ্বকাপ দল থেকে বাদ হওয়ার পর ইনস্টা পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অক্ষর?

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...