Saturday, August 23, 2025

আ.দিবাসীদের উপর আ.ক্রমণ বরদাস্ত নয়! লোকসভা নির্বাচনের আগেই ছত্তিশগড়ে নয়া দল ঘোষণা  

Date:

Share post:

আদিবাসীদের উপর লাগাতার আক্রমণের জের! চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এবার নতুন দল গঠন করল ছত্তিশড়ের (Chattisgarh) সর্ব আদিবাসী সমাজ (Sarva Adivasi Samaj)। আদিবাসী সমাজের অধিকার সহ একাধিক দাবিদাওয়া রক্ষার লড়াইয়ে কাজ করে এই দল। শনিবার সাংবাদিক বৈঠক করে নতুন একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করল সর্ব আদিবাসী সমাজ। নতুন দলের নাম দেওয়া হয়েছে ‘হামার রাজ’ (Hamar Raj)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর তার আগেই একের পর এক আদিবাসী অত্যাচারের ঘটনা সামনে এসেছে দেশের একাধিক প্রান্ত থেকে। সেই তালিকায় নাম জুড়েছে ছত্তিশগড়ের। আর সেকারণেই নতুন দল গঠনের সিদ্ধান্ত সর্ব আদিবাসী সমাজের।

তবে কেন এই নতুন দল গঠনের সিদ্ধান্ত? সর্ব আদিবাসী সমাজের শীর্ষস্থানীয় নেতাদের মতে,হামার রাজ’ একটি রাজনৈতিক মঞ্চ, যে দল সর্ব আদিবাসী সমাজের নির্দেশে সমস্ত কাজ করবে। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্বপালন করবে নতুন এই দল। শনিবার রায়পুরে সাংবাদিক বৈঠক করে একথাই স্পষ্টভাবে জানিয়েছেন এসএএস সভাপতি অরবিন্দ নেতাম। তিনি এদিন সাফ জানান, আরএসএসের কমপক্ষে ৫০ শাখা সংগঠন রয়েছে। আর সেই বিষয় মাথায় রেখেই আমরা আমাদের আদিবাসী সমাজের মঙ্গলার্থে এই নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

পাশাপাশি তিনি আরও জানান, ছত্তিশগড় রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস ও বিজেপি। তবে এরা বিগত ২০ বছরে কখনোই আদিবাসী সমাজের উন্নতিকল্পে কিছুই করেনি। আসলে এই দুটি রাজনৈতিক দল পঞ্চায়েত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিছুই করেনি। তবে আমাদের লড়াই কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আদিবাসী সমাজের পরিচয় বাঁচানোর উদ্দেশে কাজ করবে নতুন সংগঠন হামার রাজ। নতুন দলটি ইতিমধ্যে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। যার মধ্যে ১৯টি আদিবাসী সম্প্রদায় এবং একটি তফসিলি উপজাতিদের জন্য বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। তবে দলের সভাপতি আকবর রাম কোরাম সাফ জানিয়েছেন, আমরা ইতিমধ্যে ৫০ আসন ঠিক করে ফেলেছি। তাঁর আরও অভিযোগ, বিজেপি এবং কংগ্রেস দুই দলই দুর্নীতিতে ডুবে রয়েছে। আদিবাসী সম্প্রদায় এই দুই দলের কার্যকলাপে অত্যন্ত বিরক্ত। তবে আমাদের দলে ব্রাহ্মণ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে স্বাগত।

 

 

 

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...