Saturday, November 8, 2025

রাজধানী থেকে গ্রে.ফতার ‘মোস্ট ওয়ান্টেড’ জ.ঙ্গি, বড়সড় না.শকতার চাল বানচাল

Date:

Share post:

জঙ্গি দমনে ফের বড় সাফল্য দিল্লি পুলিশের। রাজধানী থেকে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ আইসিস জঙ্গি শাহনাওয়াজ ওরফে শফি উজামা। দীর্ঘদিন ধরে জাতীয় তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে নাম ছিল ওই জঙ্গির। এ দিন সকালেই ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ ডে.ঙ্গির ছায়া জঙ্গিপুরে! মৃ.ত ১, সতর্ক প্রশাসন
এই জঙ্গির খোঁজে দীর্ঘদিন ধরেই কাজ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এই শাহনওয়াজের মাথার দাম তিন লাখ টাকা ধার্য করেছিল এনআইএ। এরপর গোপন সূত্রে শাহনাওয়াজের গোপন ডেরার খবর পায় এনআইএ। সোমবার সকালে এনআইএ গোয়েন্দাদের সহযোগিতায় শাহনওয়াজের খোঁজ শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। গোটা রাজধানী এলাকা আঁতিপাঁতি করে খুঁজে শেষে শাহনওয়াজের খোঁজ মেলে। শেষমেশ গ্রেফতার করা হয় তাকে।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, দিল্লি ও সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক কষছিল ইসলামিক স্টেট। এর মধ্যে দিল্লি ও পুণের জঙ্গি মডিউলের মাথা ছিল এই শাহনওয়াজ। নাশকতার পরিকল্পনা করা থেকে অস্ত্রশস্ত্র মজুত করা, সবই ছিল তার দায়িত্বে। শাহনাওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পরে আইসিস জঙ্গি দলে নাম লেখায়। পুণে মডিউলের মাথা হয়ে ওঠে।
এরআগে পুণেতে ধরা পড়েছিল শাহনওয়াজ। কিন্তু পুলিশের নাগাল গলে পালিয়েছিল সে। তারপরেই খবর এসেছিল যে, দিল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছে কুখ্যাত আইসিস জঙ্গি। রবিবার থেকেই দিল্লি ও তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। শাহনওয়াজ ছাড়াও রিজওয়ান আব্দুল হাজি আলি এবং আবদুল্লা ফৈয়াজ শেখ নামে আরও দুই আইসিস জঙ্গিও ছিল পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকায়। এনআইএ গত কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় তল্লাশি চালিয়েছিল। তাতে বিপুল সংখ্যক পিস্তল, গোলা-বারুদ উদ্ধার হয়েছে।
‘পুণে আইসিস মডিউল’ মামলায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের জেরা করে জানা গেছে, পুণেতে একটি বাড়ি ভাড়া নিয়ে কাজ করত তারা। সেখানে আইইডি অ্যাসেম্বল থেকে শুরু করে বোমা তৈরির ওয়ার্কশপও ছিল! ‘মোস্ট ওয়ান্টেড’ এই তিন জন সেই ওয়ার্কশপে অংশ নিয়েছিল। এমনকী আইইডি পরীক্ষার জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটিয়েছিল বলেও দাবি। অবশেষে দিল্লির স্পেশ্যাল সেলের জালে ধরা পড়ল সেই চক্রেরই একজন।

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...