Friday, November 14, 2025

অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি প্রাক্তন উপাচার্যদের

Date:

Share post:

সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত অর্থেই অর্ডিন্যান্সের নিয়ম (Rules of Ordinance) মানার দাবি তুলে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইন্দুমতি সভাগৃহে (Indumati Sabhagriha) এক প্রেস কনফারেন্সের আয়োজন করে দ্য এডুকেশনিস্ট’স ফোরাম (The Educationists Forum)। ফোরামের তরফে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। ফোরামের তরফে ওম প্রকাশ মিশ্র জানান, অর্ডিন্যান্স অনুযায়ী, সার্চ কমিটিতে পাঁচ পক্ষ থেকে নামের তালিকা থাকে। সেই পাঁচ পক্ষ হল রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী। তবে বিতর্কের জেরে এবার সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার দায়িত্ব নিয়েছে। আর সেখানে তিন পক্ষের কথা বলা হয়েছে। এর প্রতিবাদে সরব প্রাক্তন উপাচার্যরা ।

রাজ্যপালের ইচ্ছেমতো এখানে ওখানে উপাচার্য নিয়োগের বিরোধিতায় এদিন সরব হন ফোরামের সদস্যরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা আইন আছে। সেই মতো আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আচার্য সেই আইনের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি বলেন বিধানসভায় যে অর্ডিন্যান্সের পাশ হয়ে আইন তৈরি হয়েছে সেই মতোই কাজ করতে হবে। উচ্চ শিক্ষায় কোনও খামখেলালিপনা বরদাস্ত করা হবে না। এর আগেও রাজ্যপাল যেভাবে উপাচার্য নিয়োগ করে চলেছেন তারই বিরুদ্ধাচরণ করতে দেখা গিয়েছিল প্রাক্তন উপাচার্যদের। তাঁরা বলছেন এই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এখন সেই দিকেই তাকিয়ে থাকবে ফোরাম।

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...