Thursday, January 15, 2026

নিম্নচাপের ইউ-টার্ন, উত্তরে লাল দক্ষিণে কমলা সর্ত*কতা জারি!

Date:

Share post:

বৃষ্টি বাড়াচ্ছে বিপদ। প্রাকৃতিক দুর্যোগে (Natural Disaster)ভাসছে হুগলি। নিম্নচাপের ইউ-টার্ন নেওয়ার জেরে ইতিমধ্যেই খানাকুল, তারকেশ্বরের (Tarkeswar) বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ফুঁসছে দামোদর। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির চলবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে লাল সর্তকতা এবং দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হড়পা বানের (Flash Flood) সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় পরিদর্শকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন।

বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরছে। তবে সপ্তাহান্তের আগে ছবিটা বদলাবে না। এমনিতেই সিকিমের দুর্যোগের জেরে উত্তরবঙ্গ নিয়ে চিন্তা বাড়ছে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছেন মুখ্যমন্ত্রী। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা সবথেকে বেশি।

কিন্তু কেন এই আবহাওয়ার ভোলবদল? হাওয়া অফিসের কর্তারা বলছেন,  নিম্নচাপটি সাগর থেকে ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে এসে ঝাড়খণ্ডে প্রবেশ করেছিল। কিন্তু পরে হঠাৎ সেটি পথ বদল করে আবার বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ। তার সঙ্গে এখন দোসর হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই গতিবিধির আচমকা বদলেই তুমুল প্রাকৃতিক বিপর্যয়।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...