Friday, August 29, 2025

নয়া সদস্য গান্ধী পরিবারে! রাহুলের ‘সারপ্রাইজ গিফট’ পেয়ে বেজায় খুশি সোনিয়া

Date:

Share post:

ঘরে এল নতুন সদস্য। যাকে নিয়ে উন্মাদনার শেষ নেই গান্ধী পরিবারে (Gandhi Family)। এবার মা সোনিয়া গান্ধীকে বিশেষ উপহার দিলেন রাহুল (Rahul Gandhi)। অগাস্ট মাসে একাই গোয়ায় (Goa) বেড়াতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ। কিন্তু তিনি যখন ফেরেন একা ফেরেননি। সঙ্গে নিয়ে আসেন বাড়ির ছোট্ট সদস্য নুরিকে। সে আসলে একটি জ্যাক রাসেল টেরিয়ার কুকুর ছানা। আপাতত নুরির ঠিকানা নয়াদিল্লির ১০ জনপথ রোডের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবন। সেখানেই এখন ছেলে রাহুলের সঙ্গে থাকেন তিনি।

জানা গিয়েছে, উত্তর গোয়ার মাপুসা শহরের একটি খালে থাকত এই ইউক্রেনিয় চারপেয়ে। সেখানেই খেলাধুলো করে বড় হচ্ছিল সে। তবে এবার তাকে দত্তক নিলেন রাহুল গান্ধী। নাম রাখলেন নুরি। এরপরই ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে তে নুরির ভিডিয়ো পোস্ট করলেন তিনি। ইতিমধ্যে, সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোনিয়া গান্ধীর হাতে একটি উপহারের বাক্স তুলে দিয়ে, বাক্সটি খুলতে অনুরোধ করছেন রাহুল। সোনিয়া প্রথমে একটু অনিচ্ছুক ছিলেন। কিন্তু, কুকুরটিকে দেখে মন গলে যায় তাঁর। সঙ্গে সঙ্গে নুরিকে কোলে তুলে নিতে দেখা যায় সোনিয়াকে। রাহুল তাঁকে আরও জানান, ২-৩ ঘণ্টা সফর করে তাঁদের বাড়িতে পৌঁছেছে নুরি। এরপরই মা সোনিয়া গান্ধী প্রশ্ন করেন, ছানাটি মেয়ে কিনা। রাহুল জানান, নুরি মেয়ে। তা শুনেই সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায়, ও খুব মিষ্টি। এই দুর্দান্ত উপহারের জন্য রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।

তবে সোশ্যাল মিডিয়ায় নুরির ছবি পোস্ট করে রাহুল গান্ধী জানান, পোষ্যরা আমাদের শর্তহীন ভালোবাসা শেখায়। এখন ও আমাদের সঙ্গেই রয়েছে। ছোট্ট নুরি আমাদের জীবনে আলো জ্বালিয়ে দিয়েছে। তবে দেখতে ছোট হলেও ‘স্নিফার ডগ’ হিসাবে ইউক্রেন যুদ্ধে দক্ষতার প্রমাণ দিয়েছে জ্যাক রাসেল টেরিয়ার। রুশ বাহিনীর থেকে পুনর্দখল করা খেরসন সহ বিভিন্ন শহরে পুঁতে রাখা ল্যান্ডমাইন খুঁজতে ইউক্রেন সেনাকে গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে সাহায্য করে যাচ্ছে ‘বুদ্ধিমান প্রজাতি’-র এই জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির কুকুরগুলি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এই রকম একটি জ্যাক রাসেল টেরিয়ার কুকুরকে সেনা পদক দিয়ে পুরস্কৃত করেছেন।

 

 

 

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...