Monday, August 25, 2025

রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা তৃণমূলের প্রতিনিধি দলের

Date:

Share post:

রাজভবনের (Rajbhawan) সামনে বাংলার বকেয়া আদায়ের দাবিতে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও রাজ্যপাল (Governor ) রাজভবনে নেই। কিন্তু তিনি না ফেরা পর্যন্ত নিজের অবস্থান থেকে এক চুল নড়বেন না বলে জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূলের ধর্নার চাপে পড়ে দার্জিলিংয়ে শনিবার দেখা করার জন্য সময় দিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেকে ও’ব্রায়েনকে ইমেল করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। আজ বিকেলে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। সেইমতো কিছুক্ষণ আগে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিল তৃণমূলের (TMC) তিন সদস্যের প্রতিনিধি দল।

তৃণমূল আগেই জানিয়েছে কলকাতায় এসে রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিতে হবে দেখা করার জন্য। তবেই তৃণমূল রাজভবনের সামনে থেকে ধর্না তুলবে তৃণমূল। শুক্রবার ধর্না মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপালের সৌজন্যতাকে সম্মান জানিয়ে তিনি প্রতিনিধি দল পাঠাবেন বলে কালকেই জানিয়েছিলেন। আজ সকালেই কলকাতা বিমানবন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), মহুয়া মৈত্র (Mahua Moitra)এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারদের দেখা যায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, রাজ্যপালের আমন্ত্রণের সৌজন্যতা বজায় রেখে অভিষেকের নির্দেশ মতো এই প্রতিনিধি দল বাংলার বকেয়া আদায়ের কথাই জানাবে রাজ্যপালকে। সাংসদ মহুয়া মৈত্র বলেন উত্তরবঙ্গের দুর্যোগের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে তিনি খোঁজখবর রাখছেন এবং ত্রাণ থেকে শুরু করে একাধিক প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীদের সেখানে পাঠানো হয়েছে। তাই রাজ্যপালের সেখানে করার কিছু নেই, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারেন। অথচ বাংলার মানুষের যে গুরুতর সমস্যা রয়েছে সেটা এড়িয়ে যেতে তিনি কখনও দার্জিলিং কখনও দিল্লি করে বেড়াচ্ছেন। আজ বিকেলে দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাক্ষাৎ হবে বলে খবর।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...