Monday, January 12, 2026

বাংলার পাশাপাশি এবার প্রবাসের পুজোকেও ‘বিশ্ববাংলা শারদ সম্মান’, ২৬ তারিখ জেলায় কার্নিভাল: ইন্দ্রনীল

Date:

Share post:

পুজো উদ্যোক্তাদের উৎসাহ দিতে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ শুরু করেছে রাজ্য সরকার। এবছর বাংলার পাশাপাশি প্রবাসের পুজোকেও এই সম্মান দেওয়া হবে। এবছর সেই সম্মান ঘোষণা করা হবে ষষ্ঠীর দিন। রেড রোডের মেগা অনুষ্ঠানের আগের দিন ২৬ অক্টোবর জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল হবে। শনিবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৩’ প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারাবছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন সবাই। শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দেওয়া হচ্ছে। এদিন ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেন, কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুরনিগম এলাকায় বিভিন্ন বিভাগে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২৩’ দেওয়া হবে।

যে যে বিভাগে পুরস্কার

সেরা প্রতিমা
সেরা মণ্ডপ
সেরা ভাবনা
সেরা আলোকসজ্জা
সেরা পরিবেশবান্ধব পুজো
সেরা সাবেকি পুজো
সেরা সমাজচেতনা পুজো
সেরা অন্য ভাবনা পুজো

বিশেষ পুরস্কার

সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা পুরস্কার

কলকাতার পাশাপাশি জেলার পুজোকেও দেওয়া হবে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। ষষ্ঠীর দিন এ বছর কলকাতা ও জেলার নির্বাচিত পুজো কমিটির ফলাফল ঘোষণা করা হবে।

অন্যদিকে বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট মেনে হয় না, সপ্তাহান্তে হয়ে থাকে। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে।

বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।

www.egiyebangla.gov.in www.wb.gov.in. https://bbss.wb.gov.in

ইন্দ্রনীল সেন জানান, ২৬ তারিখ জেলায় এবং ২৭ তারিখ কলকাতায় রেড রোডে পুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

spot_img

Related articles

জমজমাট ভদ্রেশ্বর গোল্ড কাপ ফাইনাল, বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো

যুব দিবসের দিনে বর্ধমান মাতালেন বাইচুং-ব্যারেটো। লালবাবা রাইস আয়োজিত ভদ্রেশ্বর গোল্ড কাপে(Bhadredeswar Gold Cup) জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হল...

সোফিয়ার সঙ্গে বাগদান সারলেন ধাওয়ান, জানুন পাত্রী পরিচয়

জল্পনায় সিলমোহর। আইরিশ প্রেমিকা সোফিয়া সাইনের(Sophie Shine) সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)।  ইনস্টাগ্রামে পোস্ট করে...

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...