Sunday, August 24, 2025

‘চ্যালেঞ্জের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া’, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

Date:

Share post:

আজ বিশ্বকাপের অভিযান শুরু অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে নামার আগে ভারতীয় বোলারদের নিয়ে বিশেষ চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতকে কার্যত সতর্ক করে মেগা ম্যাচের আগের দিন কামিন্স জানিয়েছেন, চিপক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া।

সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, “কোনও সন্দেহ নেই, সাদা বলের ক্রিকেট আমরা অনেক খেলেছি ভারতে। শুধু অস্ট্রেলিয়ার হয়ে নয়, আইপিএলেও। গত ১০ বছরে আমি সম্ভবত ভারতেই বেশি সীমিত ওভারের ম্যাচ খেলেছি, যতটা না অস্ট্রেলিয়ায় খেলেছি। গত কয়েক বছরে আমরা ভারতের বিরুদ্ধে এখানে প্রচুর ওয়ান ডে ক্রিকেট খেলেছি। সেটাই আমাদের ইতিবাচক রাখছে।”

রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতের স্পিন আক্রমণ নিয়ে কামিন্স বলেন, “ভারতের বোলিং লাইন আপ খুব ভাল। বিশেষ করে এখানে চেনা কন্ডিশনে। ওদের বোলারদের বিরুদ্ধে লড়াইটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে ওদের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তাই আমাদের ব্যাটারদের নিজস্ব পরিকল্পনা রয়েছে ভারতীয় স্পিনারদের নিয়ে। অনেক ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি, আবার ওরাও ভাল বোলিং করেছে আমাদের বিরুদ্ধে।”

রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের অভিযানে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়ক মনে করছেন, বিশ্বকাপে মাঝের ওভারগুলো খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কামিন্সের কথায়, “কখনও পিচে যদি বল স্যুইং না করে বা না ঘোরে, মাঝের ওভার গুলোতে বিপক্ষ ব্যাটারের উপর চাপ বাড়িয়ে উইকেট তুলতে হবে। এই জায়গায় নেতৃত্বের পরীক্ষা। সেটা আমি উপভোগও করব।”

আরও পড়ুন:আজ বিশ্বকাপের মহারণ শুরু ভারতের, সামনে অস্ট্রেলিয়া

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...