Friday, January 2, 2026

খোঁজ মিলল বলিউড অভিনেত্রীর! ইজরায়েল থেকে ভারতে ফিরলেন বি.ধ্বস্ত নুসরত

Date:

Share post:

অবশেষে ভারতে ফিরলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার (Nushrat Bharucha)। ৩৯ তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য সম্প্রতি ইজরায়েল (Israel) গিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর ছবি ‘আকেলি’ এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু ইজরায়েলে গিয়ে বড় বিপদের মুখোমুখি হন নায়িকা। আচমকাই প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে পাল্টা হামলা শুরু করেছে প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলি সেনাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই যুদ্ধে গত ২৪ ঘণ্টায় সাধারণ মানুষ, সেনা এবং জঙ্গি-সহ হাজার জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৬১০ জন। তবে আচমকা এই হামলার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভিনেত্রীর সঙ্গে। কিন্তু শেষমেশ রবিবার বিকেলেই সুস্থ অবস্থায় মুম্বাই (Mumbai) ফিরলেন নুসরত।

এদিন মুম্বাই বিমানবন্দরে পৌঁছনোর পর অভিনেত্রীকে বেশ হতাশাগ্রস্ত লাগছিল। তবে ভারতে ফেরার পর সাংবাদিকরা অভিনেত্রীকে কিছু জিজ্ঞেস করার আগেই নুসরত জানান, আমার কিছুটা সময় দরকার। শনিবার থেকে টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর শেষমেশ জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নেন অভিনেত্রী। তবে যুদ্ধবিধস্ত ইজরায়েল থেকে অভিনেত্রী দেশে ফেরায় স্বস্তিতে অনুরাগী ও নুসরতের পরিবার। নুসরতের টিমের তরফে বলা হয়েছে, অভিনেত্রী ভারতে ফেরার একটি ফ্লাইটে উঠতে পেরেছিলেন। নুসরতের সঙ্গে যোগাযোগ করে এবং দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সরাসরি ফ্লাইট না পাওয়ার কারণে একটি সংযোগকারী ফ্লাইটে মুম্বাই ফেরেন তিনি। বর্তমানে তিনি একদম সুস্থ আছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা। ইজরায়েলের মাটিতে বন্যার জলের মতো আছড়ে পড়তে শুরু করে ক্ষেপণাস্ত্র। ২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস জঙ্গিরা। আচমকা এই হামলায় প্রথম দিকে একটু দিশাহারা হয়ে পড়লেও তৎপরতার সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলি সেনা। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ইজরায়েলে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আটকে পড়েছিলেন বলি অভিনেত্রী।

টিম বা পরিবারের কেউই খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর শেষমেশ জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী। সেখানে বর্তমানে সুরক্ষিত রয়েছেন তিনি। তবে যুদ্ধবিধস্ত ইজরায়েল থেকে অভিনেত্রীকে ইতিমধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। নুসরতের টিমের তরফে বলা হয়েছে, আমরা অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে তিনি একদম সুস্থ আছেন এবং নিরাপদে ভারতে ফিরছেন। তবে নুসরতের টিম আরও জানিয়েছে, ইতিমধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন অভিনেত্রী। কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে এখনও বিমানে উঠতে পারেননি তিনি। তবে খুব শীঘ্রই ভারতে ফেরার বিমান ধরবেন বলিউড অভিনেত্রী।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা। ইজরায়েলের মাটিতে বন্যার জলের মতো আছড়ে পড়তে শুরু করে ক্ষেপণাস্ত্র। ২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে হামাস জঙ্গিরা। আচমকা এই হামলায় প্রথম দিকে একটু দিশাহারা হয়ে পড়লেও তৎপরতার সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলি সেনা। আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ইজরায়েলে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আটকে পড়েছিলেন বলি অভিনেত্রী।

 

 

 

 

spot_img

Related articles

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...

দিলীপ সক্রিয় হতেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! সাইবার ক্রাইম থানায় অভিযোগ রিঙ্কুর

সক্রিয় রাজনীতিতে ফিরে আসতেই ফের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর...

দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সর্তকতা জারি

শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক...

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...