গতকাল বিশ্বকাপের অভিযান শুরু করে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া। তবে জানেন কী, এই ম্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল রবিচন্দ্রন অশ্বিনের। হ্যাঁ ঠিকই শুনছেন। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল অশ্বিনের। ম্যাচ শেষে এমনটাই জানান অশ্বিন। গতকাল ম্যাচে ভারতীয় বোলারদের দাপট থাকলেও, দলের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতন। অজিদের ১৯৯ রান তারা করতে গিয়ে শুরুতেই একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্যরানে আউট হন রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়র। আর সেই সময় নাকি সবাই থম মেরে বসেছিলেন। সেই সময় সাজঘর থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। চাপ নিতে পারছিলেন না তিনি। এমনটাই জানান অশ্বিন।

এই নিয়ে অশ্বিন বলেন,”অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পরে আইস বাথ নিচ্ছিলাম। সাজঘরে ফিরে দেখি ৩ উইকেট পড়ে গিয়েছে। তারপরে বিরাটের ব্যাটে লেগে বলটা যখন উপরে উঠল তখন আমি সাজঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল পালিয়ে যাই। সব শেষ হলে কেউ আমাকে ডেকে দিক। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা কখনওই সহজ নয়। পুরো ম্যাচ আমি এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। আমার পা ব্যথা করছে।”
এরপরই অশ্বিন বলেন,” চেন্নাইয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে এমন পিচ দেখিনি। অনেক জায়গাই ভেঙে গিয়েছে। ভাল হয়েছে টস হেরে গিয়েছি। দ্বিতীয় ইনিংসে হ্যাজলউড এবং বাকিদের বল নিচু হচ্ছিল। আমরা সাজঘরে বসে ভাবছিলাম কী হবে। তবে দর্শকেরা আমাদের জন্য সব সময় গলা ফাটিয়েছেন। আমি বল করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে, এই পিচে একরকম গতিতে বল করা কঠিন। গতির হেরফের করলে ব্যাটারেরা চাপে পড়বে। সেটাই হয়েছে।”

আরও পড়ুন:জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার

