পুজোর মুখে শিক্ষক বদলি মামলায় শিক্ষকদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের ১০-সি ধারা কার্যকর হওয়ার আগে চাকরিপ্রাপ্তরা আপাতত বদলির আওতায় আসবেন না বলে জানাল আদালত। সোমবার শুনানি চলাকালীন আদালত জানতে চায়, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কেন ২০০ কিলোমিটার দূরে বদলি করা হল? এই পেশায় অনেক মহিলাও রয়েছেন। তাই এইভাবে বদলির বিষয়টি আমাদের ভাবাচ্ছে।

দেশের সর্বোচ্চ আদালত এদিন জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন।আর যাঁরা দূরে বদলি হয়েছেন, তাঁরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন। তবে ১০-সি ধারা চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাদের স্বস্তি মিলছে না।মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক বদলি নিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সেই হলফনামার পাল্টা হলফনামা দেওয়ার জন্য আরও দু’ সপ্তাহ সময় পাবেন মামলাকারী শিক্ষকরা। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয়কিসান কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এদিন শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর।
