Monday, January 12, 2026

ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষ.ণ! BJP’র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তলব আদালতের

Date:

Share post:

ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগে বিপাকে পড়লেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহানওয়াজ হোসেন(Shahnawaz Hussain)। অটল জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রাক্তন এই মন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংখ্যালঘু নেতাকে ধর্ষণের অভিযোগে আদালতের তলবে অস্বস্তিতে বিজেপি।

২০১৮ সালে শাহানওয়াজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, বিজেপির এই সংখ্যালঘু নেতা বিহারের ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে মহিলা দিল্লির আদালতে মামলা দায়ের করেন। মামলা না নেওয়ার প্রেক্ষিতে আদালতে পুলিশের তরফে জানানো হয়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি। তাই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা বাতিল করা হোক। কিন্তু অভিযোগকারী ওই মহিলা প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে, মামলার তদন্ত না করে কীভাবে পুলিশ বলে দিল যে অভিযোগে সত্যতা নেই। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী। তার আর্জি মেনেই রাউস অ্যাভিনিউ কোর্ট আগামী ২০ অক্টোবর শাহানওয়াজ হোসেনকে তলব করেছে।

এদিকে শাহানওয়াজের বিরুদ্ধে ওঠা এই ধর্ষণের অভিযোগের জেরে বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ বিজেপির প্রথম সারির কেন্দ্রীয় নেতা শাহানওয়াজ। জাতীয় রাজনীতিতে বিজেপির অন্যতম সংখ্যালঘু মুখ তিনি। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। ছিলেন বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারের মন্ত্রীও। অটল বিহারী বাজপেয়ির জমানায় একাধিক মন্ত্রকের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। এমন প্রথম সারির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রীতিমতো চাপে বিজেপি।

spot_img

Related articles

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...