Thursday, December 25, 2025

সিরিয়ার দুই বিমানবন্দরে বিমান হামলা ইজরায়েলের

Date:

Share post:

ইজরায়েল(Israel) ও হামাসের(Hamas) বিরুদ্ধে চলতে থাকা যুদ্ধে গত ৬ দিনে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এহেন পরিস্থিতির মাঝেই এবার সিরিয়ায় ইরান সমর্থিত হামাসের ঘাটিতে বিমান হামলা চালাল ইজরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার দামেক্স বিমানবন্দরে নামার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের। সেখানে বিমান হামলা হওয়ায় মাঝপথেই দেশে ফেরেন আমির। হামলার জেরে সিরিয়ার এই দুই প্রধান বিমানবন্দরে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে ইরান থেকে অস্ত্রের পাঠানো হচ্ছিল এই যুদ্ধে। এই অস্ত্র সরাসরি পৌঁছচ্ছিল হামাসের কাছে। অস্ত্রের এই আমদানি বন্ধ করতেই সিরিয়ার বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে হামলা চালিয়েছে ইজরায়েল। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। এই হামলা প্রসঙ্গে ইজরায়েলি সামরিক বাহিনীর তরফেও কোনো মন্তব্য করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলকে আটকাতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফোন করে সাহায্য চান। সেই ফোন কলের কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার দুটি বিমানবন্দরে হামলা চালায় ইজরায়েল।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইজরায়েল অসংখ্যবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। মূলত ইরান-সমর্থিত গেরিলা বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। ইজরায়েলি হামলার কারণে এর আগেও বেশ কয়েকবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো ও দামেস্কের বিমানবন্দরের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার নজির আছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটল হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনের মাথায়।

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...