Saturday, August 23, 2025

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার ৭৫ বছরের পুজোর ‘অন্তরালে’ অভিনব ভাবনা নজর কাড়বে

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

বেশ কয়েক বছর ধরে কলকাতার নামীদামি পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বেলঘরিয়া, দক্ষিণেশ্বর এলাকার বিভিন্ন পুজো। কখনও অভিনব থিম-ভাবনা, কখনও সাবেকিয়ানার ঘেরাটোপে ভিড় টেনেছে উত্তর শহরতলির বেশ কিছু পুজো। এবারও চলছে তার প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। দর্শকদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখছেন না কেউ।

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো-কালীপুজো কমিটির এবারের থিম ‘অন্তরালে’। উদ্যোক্তারা জানিয়েছেন, ‘এবার তাদের পুজো ৭৫ বছরে পড়ল। এই পুজো আয়োজনের পিছনে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদের সেসব কাজকর্ম মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে রয়েছেন যাঁরা, তাঁদের এবার সংবর্ধিত করা হবে। আর যাঁরা ইতিমধ্যে প্রয়াত, তাঁদের উদ্দেশে মহালয়ার দিন সকালে গঙ্গায় ৭৫টি প্রদীপ ভাসিয়ে স্মরণ করবেন বর্তমান উদ্যোক্তারা।বৃহস্পতিবার এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারা আরও জানান, প্রতিবছর রথের শুভ দিনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। আসলে পুজোর আয়োজনের জন্য একটি কমিটি আছে ঠিকই, তবে ডোমেস্টিক এরিয়ার এই পুজো  একান্নবর্তী পরিবারের মতো। ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো ও কালীপুজো কমিটি এবারের থিম হিসেবে তাই বেছে নিয়েছেন ‘অন্তরালে’। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী বলেন, এবারের পুজো হচ্ছে প্রবীণদের উৎসর্গ করে।

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...