Sunday, November 9, 2025

নাম ভাড়িয়ে প্র.তারণার অভিযোগ! ভুয়ো আইনজীবীর পর্দাফাঁ.স পুলিশের

Date:

Share post:

ধীরে ধীরে ডাকাবুকো হয়ে উঠছিলেন আদালত (Court) চত্বরে। নিম্ন আদালত (Lower Court) থেকে শুরু করে হাই কোর্ট (High Court) তাঁর একের পর এক সাফল্য মানুষের নজর কেড়েছে। সময় যত গড়িয়েছে ততই দুঁদে হয়ে উঠেছেন তিনি। জিতেছেন মোট ২৬টি মামলা। সম্প্রতি জানা গিয়েছে, ওই আইনজীবী ভুয়ো। নাম ভাড়িয়ে প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। আর এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেনিয়ায় (Keniya)।

নাইজেরিয়ান ট্রিবিউন সূত্রে খবর, অভিযুক্তের নাম ব্রায়ান মুয়েন্ডা। নিজেকে কেনিয়া হাই কোর্টের বিচারপতি হিসেবেই পরিচয় দেন তিনি। দেশের নিম্ন আদালত থেকে হাই কোর্ট, সব জায়গাতেই মামলা লড়তে দেখা গিয়েছে তাঁকে। তবে মুয়েন্ডার প্রতারণার বিষয়ে কোনও ধারণাই ছিল না খোদ বিচাপতিদেরও। ফলে তাঁর গ্রেফতারির পরেই হুলুস্থুল পড়ে যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে দিনের পর দিন আদালতের মতো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ঘোল খাওয়ালেন তিনি? জানা যায় নাম ভাড়িয়ে এই কাজ করেছেন তিনি। একই নামের অর্থাৎ ব্রায়ান মুয়েন্ডা নামের একজন পাশ করা আইনজীবী রয়েছেন কিনিয়ায়। সেই সুযোগ নিয়ে প্রতারণা করেন ব্রায়ান মুয়েন্ডা এনজাগি।

‘ব্রায়ান মুয়েন্ডা’ নাম ব্যবহার করে কেনিয়ার বার সদস্য হিসবে নিজেকে নথিভুক্ত করেছিলেন। যদিও গত সেপ্টেম্বরে আইনজীবীদের ডাটাবেস-এ নিজের নামের সপক্ষে একটি ভুল ইমেল দিয়ে সাই-ইনের চেষ্টা করেন তিনি। এর ফলেই তাঁর ফাঁকিবাজি নজরে আসে সংশ্লিষ্ট মহলের। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...