ইজরায়েলের বুকে হামাসের ভয়াবহ হামলার পর থেকে জ্বলছে মধ্যপ্রাচ্য। দিন দশেক কেটে গেলেও, সংঘাতের পরিস্থিতি থামার লক্ষণ নেই। প্রশ্ন উঠছে, ইজরায়েলের কাছে তাবড় গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কীভাবে হামাস এই হামলা চালাল? কোনও কি আগাম আঁচ পায়নি ইজরায়েল? ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলছেন, ‘এটা আমার ভুল’। তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে এই হামলা ইজরায়েলের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা।

ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন, আমরা ভেবেছিলাম হামাস শিক্ষা পেয়েছে শেষবারের ২০২১ সালের যুদ্ধ থেকে। উল্লেখ্য, সদ্য ইজরায়েলের সেনা জানিয়েছে, সংঘাতের পরবর্তী পর্যায়ে হামলা চালাতে আরও প্রস্তুত হচ্ছে সেদেশের সেনা।

জাচি হানেগবি বলছেন, ইজরায়েলের কাছে কোনও নির্দিষ্ট তথ্য ছিল না হামলা সম্পর্কে, তা আসেনি মিশর থেকেও। একটি সূত্রে আগে জানা গিয়েছিল, যে হামলা সম্পর্কে ইজরায়েলকে আগে সামান্য আঁচ দিয়েছিল মিশর। তবে সেই তথ্যকে খানিকটা নস্যাৎ করেছেন ইজরায়েলের জাতীয় উপদেষ্টা। তবে ৭ অক্টোবরের ঘটনার ঘণ্টা তিনেক আগে ভোর ৪ টে নাগাদ সেদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিশেষ বৈঠক হয়। কারণ, সেই সময় একটি নতুন তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া গিয়েছিল।আইডিএফ চিফ অফ স্টাফ, হার্জি হালেভিও গত সপ্তাহে হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করেছিলেন।
