Saturday, January 10, 2026

প্রথম শক্তি মা: ‘আমার মা, আমার দুর্গা’য় বললেন ঋতুপর্ণা, আবেগে ভাসল মঞ্চ

Date:

Share post:

মাকে পরিবারে অনেক সময় আমরা টেকেন ফর গ্রানটেড করেনি। অর্থাৎ তিনি তো আছেনই। অথচ একজন সন্তান প্রথম শক্তি পায় তার মায়ের কাছ থেকে। সেই মা দশভূজা। একইসঙ্গে ঘরে-বাইরে সামলান তিনি। দেবীপক্ষে সেই মায়েদের সম্মান জানাতে, কুর্নিশ জানাতে, শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হল ‘আমার মা, আমার দুর্গা’- এই অনুষ্ঠানটি। এখানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজন কৃতি সন্তানের মায়েদের (Mother) সম্মান জানানো হয়। কারণ সন্তানের কৃতিত্বে অনেক ঘাম-রক্ত-জল ঝরে। কৃতিদের মায়ের তালিকা দীর্ঘ। সাঁতারু বুলা চৌধুরী থেকে শুরু করে দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, পরিচালক বিরসা দাশগুপ্ত, অভিনেতা বিশ্বনাথ বসু, সুদীপ্তা চক্রবর্তী-সহ অনেক মায়েরাই পুরস্কৃত হলেন। পুরস্কার পেলেন উদয় শঙ্কর-অমলা শঙ্করের সুযোগ্য কন্যা অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্কর।

এমন অনেকে যাঁরা মাকে হারিয়েছেন- এই হাজার মায়ের ভিড়ে তাঁরা খুঁজে পেলেন নিজেদের মায়ের আঁচলের গন্ধ। তেমনই বাচিকশিল্পী-অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, পরিচালক রেশমি মিত্র। যাঁরা তাঁদের মায়েদের কথা বলতে গিয়ে, আবেগ আপ্লুত হয়ে পড়লেন।

এই অনুষ্ঠানের মূল ভাবনা সাংবাদিক দেবযানী লাহা ঘোষের। তিনিই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। কনসেপ্ট শুনেই পছন্দ হয়ে যায় অভিনেত্রীর। এই উদ্যোগে শামিল হন তিনি। তারপর শহরের অভিজাত ক্লাবের ব্যাঙ্কয়েটে যেটা হল সেটা আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধার মেলবন্ধন। মায়েদের কথা বলতে গিয়ে যেমন কৃতি সন্তানদের গলা ধরে এলো, তেমনি আনন্দাশ্রুর স্রোতে ভাসলেন মায়েরাও।

চৈতালি দাশগুপ্তর কথায়, অনেক সম্মান, পুরস্কার পেয়েছি, কিন্তু বিরসা দাশগুপ্তর মা হিসেবে সম্মানিত হওয়ার অনুভূতিই আলাদা। নিজেদের ছোটবেলার দুষ্টুমি, মায়ের প্রশ্রয়, তাঁর মতাদর্শের কথা তুলে ধরলেন বুলা চৌধুরী, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, বিশ্বনাথ বসুরা। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে নিজের মাকে ডেকে নেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন, সবার মায়েদের তাঁদের পাশে দেখে আমারও ইচ্ছা করছে আমার মাকে ডেকে নিই। তাঁর হাতে স্মারক তুলে দেন মমতা শঙ্কর।

তবে শুধু সেলেবদের মায়েরাই নন, ছিলেন সেই সব মায়েরাও যাঁরা আজ পরিবার ছেড়ে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। কারও সন্তান নেই। আবার কারও সন্তান থেকেও রয়েছে অনেক দূরে। সেই সব মায়েদেরও কুর্নিশ জানানো হল। “আমার মা, আমার দুর্গা” অনুষ্ঠানে সব মিলিয়ে এক অভিনব সন্ধ্যার সাক্ষী রইল মহানগরী।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়ার দাবি, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লো.গান তুফানগঞ্জে

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...