Thursday, August 21, 2025

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

অবশেষে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাড্ডু। তার সুবাদেই সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাদেজা। গতকাল মুশফিকুরের ক‍্যাচ ধরেই মাঠের মধ‍্যেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানিয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। যেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে ম‍্যাচের পর দলের ফিল্ডিং কোচ টি দিলীপ সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছেন। তিনি মেডেল তুলে দেন জাদেজার গলায়। প্রথম তিনটি পদক জিতেছিলেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর এবং কেএল রাহুল। আর এবার পুরস্কার পেলেন জাড্ডু।

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে মুশফিকুর রহিমের ক‍্যাচ ধরেন জাদেজা। ম‍্যাচে যশপ্রীত বুমরাহর বলে স্কোয়ার কাট মারার চেষ্টা করেছিলেন মুশফিকুর। কিন্তু ক্যাচ উঠে যায়। সে সময় পয়েন্টে ছিলেন জাদেজা। ডান দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচ ধরেন জাড্ডু। ক্যাচ ধরার পরেই গলায় মেডেল পরিয়ে দেওয়ার ইঙ্গিত করেন তিনি। মাঠের ধারে ডাগ আউটের সামনে সে সময় দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁর দিকে তাকিয়েই জাদেজা পুরস্কারের দাবি জানান। তাঁর কীর্তি দেখে হেসে ফেলেন ভারতীয় দলের অন্য ক্রিকেটারেরাও।

বিশ্বকাপে জন‍‍্য ভারতীয় দলে নতুন পুরস্কার শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছে ভারতীয় শিবির। এই সেরা ফিল্ডার নির্বাচনের দায়িত্বে রয়েছেন দলের ফিল্ডিং কোচই। সেরা ফিল্ডারের জন্য থাকছে একটি সোনার মেডেল। প্রথম তিনটি ম্যাচে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দূল ঠাকুর এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ধাক্কা, এল হার্দিকের চোটের রিপোর্ট, কী বলা হল বিসিসিআইয়ের তরফ থেকে?

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...