Saturday, November 15, 2025

আত্মপ্রচারে মগ্ন মোদি: স্টেডিয়ামের পর এবার নিজ নামে ট্রেন! উদ্বোধন ‘নমো ভারত’-এর

Date:

Share post:

‘আত্মপ্রশংসা’, ‘আত্মপ্রচার’ বরাবরই প্রিয় বিষয় ‘আত্মকেন্দ্রিক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ধারা অব্যাহত রেখে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার নিজের নামে ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লি থেকে মিরাট পর্যন্ত দেশের প্রথম সেমি হাইস্পিড রিজিওনাল রেল বা র‌্যাপিডএক্স পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। তবে তাঁর এই আত্মপ্রচার নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

ইতিমধ্যে পদ্মফুলের নতুন একটি প্রজাতি তাঁর নাম এবং পদবির আদ্যক্ষর জুড়ে রাখা হয়েছে ‘নমো ১০৮’। এছাড়াও আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদলে ফেলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম নামকরণ হয়েছে, যা গোটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সেই তালিকায় এবার যুক্ত হল নিজের নামে ট্রেন। বন্দে ভারতের সঙ্গে নাম মিলিয়েই এই ট্রেনটির নাম রাখা হয়েছে নমো ভারত। জানা গেছে, এই ট্রেন চলবে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে। উত্তরপ্রদেশের সাহিদাবাদ থেকে দুহাই ডিপো, ৫টি স্টেশনে থামবে এই ট্রেন। উদ্বোধনের পরবর্তী সময়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলছেন। মোদির সঙ্গে কথোপকথন কালে, যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

কিন্তু ট্রেনের নাম ‘নমো ভারত’ রাখা নিয়ে বিতর্ক চরম আকার নিতে শুরু কয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারার ভয়ে প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এভাবে আত্মপ্রচার করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারি পয়সায় কেন্দ্রীয় সরকার রীতিমতো ব্যক্তিপ্রচার চালাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। সুর চড়িয়েছে কংগ্রেসও। হাত শিবিরের নেতা পবন খেরা প্রশ্ন তুলেছেন, ‘ভারত নামটাই বা আর রাখার দরকার কোথায়? এবার দেশের নামটা বদলে নমো করে দেওয়া হোক। তাহলেই ষোলোকলা পূর্ণ হয়ে যাবে!’ মোদিকে কটাক্ষ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, ‘নমো পদ্মফুল, নমো স্টেডিয়ামের পর এবার নমো ট্রেন। সত্যিই প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের কোনও সীমা-পরিসীমা নেই!’

spot_img

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...